Advertisement
Advertisement

ভারতের সঙ্গে দোস্তি বাড়াচ্ছে শ্রীলঙ্কা, গোঁসা চিনের

সে দেশের মুখপত্রে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, ভারতের চাপে পড়েই বেজিংয়ের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে শ্রীলঙ্কা৷

 India hampering china's interest in Srilanka, reports Chinese media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 6:38 am
  • Updated:February 7, 2017 6:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে পাকিস্তানের কাঁধেই হাত রেখেছিল চিন৷ তবে তা করতে গিয়ে অনেক বন্ধুকে হারাতেও হচ্ছে৷ ইতিমধ্যেই ট্রাম্পের বিরাগভাজন হয়েছে বেজিং৷ এদিকে ভারতের সঙ্গে ক্রমশ বন্ধুত্ব দৃঢ় করছে শ্রীলঙ্কা৷ আর তাতেই বেজায় গোঁসা চিনের৷ সম্প্রতি সে দেশের মুখপত্রে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, ভারতের চাপে পড়েই বেজিংয়ের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে শ্রীলঙ্কা৷

গ্রেপ্তার কানপুর রেল দুর্ঘটনার মূলচক্রী ISI চর শামসুল

চিন-মার্কিন সম্পর্কের রূপরেখা যত বাদলাচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ভরকেন্দ্রগুলিও তত সরছে৷ তার ফলেই অনেকটা কাছাকাছি এসেছে ভারত শ্রীলঙ্কা৷ গতবছরই শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তখন থেকেই বন্ধুত্ব জোরদার৷ এরপর পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক সম্মেলন ভারত বয়কট করলে, সন্ত্রাস বিরোধিতার প্রশ্নে পাশে এসে দাঁড়ায় শ্রীলঙ্কাও৷ সুতরাং ভারত-শ্রীলঙ্কা বন্ধুত্ব যে দৃঢ় তা বলার অপেক্ষা রাখে না৷ সম্প্রতি তার আরও প্রমাণ দিয়েছে পড়শি দেশটি৷ চিনা মিডিয়ায় প্রকাশ, শ্রীলঙ্কার তরফে সাফ জানানো হয়েছে কোনওরকম সামরিক সাহায্য তাদের থেকে পাবে না চিনি৷ দুই দেশের ক্ষেত্রে যে সাধারণ সুযোগ সুবিধা চালু আছে, তা সামরিক স্বার্থে ব্যবহার করারও অনুমোদন দেওয়া হয়নি৷ অর্থাৎ ভারতকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে কোণঠাসা করতে চাইলেও শ্রীলঙ্কার জলপথ ব্যবহার করতে পারবে না চিন৷ যা ভারতের কাছে অনেকটাই স্বস্তির৷ চিনের অভিযোগ, ভারতের চাপে পড়েই চিনের বন্দর গড়ার কাজে বাধা দিচ্ছে শ্রীলঙ্কা৷ এর আগে পাকিস্তানের গদর বন্দর তৈরির সময়ও কথা রাখেনি চিনি৷ ব্যবসার কাজে লাগানোর পরিবর্তে তা ব্যবহার করা হয়েছে সামরিক কাজকর্মেই৷ সেই অভিজ্ঞতা থেকেই আগেবাগে সতর্ক শ্রীলঙ্কা৷ যদিও শ্রলীঙ্কার নিষেধে ভারতের উপরই চটে লাল চিনা মিডিয়া৷ তাদের দাবি, ভারত মহাসাগরের উপর যাতে কর্তত্ব না হারায় তাই ভারতই শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টি করছে৷

Advertisement

চুরি গেল কৈলাশ সত্যার্থীর নোবেল পদক

যদিও অবস্থানগত সুবিধার জন্যেই শ্রীলঙ্কার সঙ্গে এখনই কোনও বৈরিতার সম্পর্কে যেতে নারাজ চিন৷ বরং ব্যবসা বাড়িয়ে অর্থনৈতিক দোস্তি বাড়িয়ে তোলাই তাদের লক্ষ্য হবে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement