Advertisement
Advertisement
Pannun

আমেরিকায় খলিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ছক? নেপথ্যে ভারত? মার্কিন রিপোর্টে চাঞ্চল্য

রিপোর্টের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি।

India Examining White House inputs of 'Foiled Plot' To Kill Khalistani Terrorist in America | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 23, 2023 1:41 pm
  • Updated:November 23, 2023 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মাটিতেই খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের ছক? নেপথ্যে ভারতীয় গুপ্তচর সংস্থা? দিল্লির অঙ্গুলিহেলনেই কি চলছে গোপন অভিযান? সদ্য প্রকাশ্যে আসা এক মার্কিন রিপোর্ট ঘিরে নয়াদিল্লি-ওয়াশিংটনের তরজা তুঙ্গে। যদিও সেই রিপোর্টের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হোয়াইট হাউসের তরফে নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও রিপোর্টে পান্নুনের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু এই ‘ষড়যন্ত্র’ নিয়ে নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এ প্রসঙ্গে ভারত সাফ জানিয়েছে, “রিপোর্ট পেয়ে আমরা হতবাক, উদ্বিগ্ন। এধরনের কাজ আমাদের নীতিবিরুদ্ধ।” তবে সরকার এনিয়ে তদন্ত করবে বলেও জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: চোখের সমস্যায় বিশ্রামে, তৃণমূলের বিশেষ সভায় ভারচুয়ালি যোগ ‘আয়োজক’ অভিষেকের]

প্রসঙ্গত, অজ্ঞাত কারণে বিদেশ বিভুঁইয়ে প্রাণ হারাচ্ছেন ‘দিল্লির দুশমন’রা। বিশ্লেষকদের একাংশের মতে, পাকিস্তানের বুকে ‘অপারেশন র‍্যাথ অফ গড’-এর কায়দায় অভিযান চলছে। উল্লেখ্য, ১৯৭৬-এর মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নিতে ‘অপারেশন র‍্যাথ অফ গড’ শুরু করেছিল ইজরায়েল। ইউরোপ-সহ বিশ্বজুড়ে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতাদের হত্যা করে মোসাদ।

২০২১ সাল থেকে এভাবেই পাকিস্তানের বুকে গোপন মিশন শুরু হয়েছে। ওই বছরই লাহোরে লস্কর-ই-তইবার প্রধান তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে খুন করার চেষ্টা হয়। সেবার কোনও মতে প্রাণে বেঁচে যায় সইদ। তার পর থেকেই, অজ্ঞাত মোটরসাইকেল আরোহীদের হাতে খুন হয়েছে বেশ কয়েকজন জেহাদি। সাম্প্রতিকতম ঘটনা ১৩ নভেম্বরের। করাচিতে ঘাতকদের হাতে প্রাণ দেয় মৌলানা রহিমউল্লা তারিক। জইশ প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ ছিল সে। এর আগে, ৯ নভেম্বর খুন হয় লস্কর জঙ্গি আকরাম খাব ওরফে আকরাম গাজী। থাইবার পাখতুনখোয়া প্রদেশে তাকে গুলি করে খুন করা হয়। বলে রাখা ভালো, বিগত দিনে কানাডাতেও একের পর এক খলিস্তানি নেতা খুন হয়েছে। যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হরদীপ সিং নিজ্জর। খুনের ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে কানাডার জাস্টিন ট্রুডো সরকার। এর পরই আমেরিকার মাটিতে ‘ভারত বিরোধী’ খলিস্তানপন্থী পান্নুনকে খুনের চেষ্টার বিষয়টি সামনে এল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: এবার কলকাতায় বাস চালাবে উবের! কীভাবে মিলবে পরিষেবা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement