সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দেশে আত্মগোপন করে থাকা বিতর্কিত ইসলাম ধর্মগুরু জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গে এবার ৩৬০ ডিগ্রি ভোল বদলালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর বিন মহম্মদ৷ ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই উগ্রবাদী নেতার প্রসঙ্গে সাম্প্রতিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলে জানালেন তিনি৷ রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে মোদি-মহাথীর বৈঠকের পর, জাকির নায়েককে
হাতে পাওয়ার যে স্বপ্ন দেখছিল নয়াদিল্লি৷ মঙ্গলবার সেই আশায় জল ঢাললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷
[ আরও পড়ুন: ফের ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে বার্তা ট্রাম্পের ]
যদিও রাশিয়ায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর বিদেশমন্ত্রকের সচিব বিজয় গোখলে দাবি করেছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জাকির নায়কের প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি৷ বিতর্কিত ওই ইসলাম ধর্মপ্রচারকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর বিন মহম্মদ৷ কিন্তু বুধবার সম্পূর্ণ উলটো কথা শোনা গেল মহাথীরের মুখে৷ ওই বৈঠকে, প্রধানমন্ত্রী মোদি জাকির নায়কের প্রসঙ্গই উত্থাপন করেননি বলে জানান তিনি৷ ফলে
মালয়েশিয় প্রধানমন্ত্রীর এই ভোলবদল স্বভাবতই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিদেশ সচিবের দাবিকে। এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা৷
[ আরও পড়ুন: সৌদির কারখানায় বিস্ফোরণের জের, বিশ্ব বাজারে বাড়ছে তেলের দাম ]
উল্লেখ্য, তিন বছর আগে ভারত থেকে মালয়েশিয়ায় পালিয়ে গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে ৫৩ বছরের জাকির। ঢাকায় একটি রেস্তরাঁয় আত্মঘাতী হামলার পিছনেও তার হাত ছিল। ভারতের পর মালয়েশিয়ায় পৌঁছেও হিন্দু-খ্রিস্টান-চিনা বিরোধী বিতর্কিত ভাষণ দিয়ে স্থানীয়দের মনে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য পেশ করায় দিন কয়েক আগেই জাকিরকে দেশ থেকে বহিষ্কার করার দাবি তুলেছিলেন মালয়েশিয়ার মানব-সম্পদ মন্ত্রী৷ বিতর্কিত এই ইসলাম ধর্মপ্রচারকের সভা বন্ধ করে মালয়েশিয়া পুলিশ৷ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি দেয় স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ওয়াসিন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.