সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে যখন চিনা বৈদ্যুতিন সরঞ্জাম বয়কটের ডাক উঠেছে, তখন কড়া ভাষায় তার সমালোচনা করা হল চিনা সংবাদমাধ্যমে৷ ভারতের এই প্রয়াসকে স্রেফ গর্জন বলে উল্লেখ করে জানানো হল, যতই আলোচনা হোক চিনা সরঞ্জামের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারবে না ভারত৷
পাকিস্তানকে কেন্দ্র করে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের যে অবনতি তারই প্রভাব পড়েছে ভারতীয় চিনা বাজারে৷ সোশ্যাল মিডিয়ায় চিনা বাজি ও আলোক সরঞ্জাম বয়কটের ডাক দেওয়া হয়েছে৷ এমনকী রাজ্য স্তরেও চিনা সরঞ্জাম রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ৷ এই প্রচারের ফলে চিনা বাজারে বেশ খানিকটা প্রভাবও পড়েছে৷ জানা যাচ্ছে, জাতীয়তাবোধের হাওয়ায় ভারতীয় চিনা জিনিস কিনতে রাজি হবেন কি না তা নিয়ে আতঙ্কিত খুচরো বিক্রেতারা৷ ফলে চিনা সরঞ্জামের চাহিদা কমেছে অন্তত ২০ শতাংশ৷ কিন্তু তা মানতে নারাজ চিনা সংবাদমাধ্যম৷ পাল্টা আক্রমণ করে নিচ ভাষায় বলা হয়েছে, ভারত গর্জায় কিন্তু বর্ষায় না৷ কেননা চিনা সরঞ্জামের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না ভারত৷ নানা কারণও দর্শানো হয়েছে এই মন্তব্যের পক্ষে৷ তার মধ্যে যেমন ভারতীয় কারখানায় পরিকাঠামোর অভাবের কথা তোলা হয়েছে, তেমনই সরকারি স্তরে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও আনা হয়েছে৷ এমনকী ভারতীয় শ্রমিকরা কঠোর পরিশ্রমী নয় বলেও দাবি করা হয়েছে চিনা মুখপত্রে৷
ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক নিয়েও কটাক্ষ করা হয়েছে চিনা মিডিয়ায়৷ জানানো হয়েছে আমেরিকা কারও বন্ধু হতে পারে না৷ চিনের প্রতিপত্তিতে ঈর্ষাণ্বিত আমেরিকা৷ আর তাই ভারতের আবেগকে তারা কাজে লাগাচ্ছে মাত্র৷ ভারত সেই ফাঁদেই পা দিচ্ছে৷ আর তাই চিনা মিডিয়ার বক্তব্য, ভারত শুধু গর্জনই করতে পারে৷ আদতে কাজের কাজ কিছু করে উঠতে পারবে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.