সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বুধবারের ম্যাচে ভারত ২-১ গোলে হারাল মালয়েশিয়াকে। ম্যাচ শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে জেতানোর নায়ক সেই রুপিন্দর পাল সিং৷ তবে প্রশংসা করতে হয় গোলকিপার আকাশ চিটকেরও৷ ম্যাচ শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে মালয়েশিয়ার পেনাল্টি কর্নার আটকে এদিন ভারতকে জয় এনে দেওয়ার দাবিদার তিনিও৷
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপটের সঙ্গে খেলছে ভারত৷ মাত্র ২৪ ঘণ্টা আগে চিনকে ৯-০ গোলে হারিয়ে দলের মনোবল ছিল তুঙ্গে৷ বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে আকাশ চিটকে, রুপিন্দর পাল সিংদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল, জয়ের জন্য ঝাঁপাতে প্রস্তুত তাঁরা৷ ম্যাচ শুরুর ৮ মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার পায় ভারত৷ রুপিন্দরের জোরাল শট আটকে দেন মালয়েশিয়ান গোলকিপার সুব্রহ্মণ্যম কুমার৷ কিন্তু ১২ মিনিটের মাথায় আরেকটি সুযোগ পেয়ে কোনও ভুলচুক করেননি রুপিন্দর৷ তাঁর শটেই প্রথম কোয়ার্টারের শেষে মালয়েশিয়ার বিরুদ্ধে ১ গোলে এগিয়ে যায় ভারত৷
১৮ মিনিটে সেই গোল শোধ করেন মালয়েশিয়ার রাজি রহিম৷ ভারতের আক্রমনাত্মক খেলা আয়োজক দেশকে এদিন আগাগোড়াই চাপে রেখেছিল৷ প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১৷ থার্ড কোয়ার্টারে রমণদীপ সিং সহজ সুযোগ নষ্ট না করলে ভারত এগিয়ে যেতে পারত৷ থার্ড কোয়ার্টারের শেষেও খেলার ফলাফল ছিল ভারত ১-১ মালয়েশিয়া৷ ম্যাচ যত এগোতে থাকে, ততই প্রতিপক্ষের উপর জাঁকিয়ে বসে ভারত৷ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নার্ভ ধরে রাখার পুরস্কারও পেল ভারত৷ রুপিন্দরের জোড়া গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতে গ্রুপ লিগের ম্যাচের শেষ টেবিলের শীর্ষে শেষ করল ভারত৷
FT! @rupinderbob3‘s brace powers India to a breathtaking win over hosts Malaysia on 26 Oct at the #ACT2016!#INDvMAS #IndiaKaGame pic.twitter.com/mjAefE8j4S
— Hockey India (@TheHockeyIndia) October 26, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.