সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ইসলাম প্রধান দেশ৷ সে দেশে হিন্দু ধর্ম প্রচার করলে পরিণতি মৃত্যু৷ বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের মহারাজকে এরকমই হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা৷ আর এই ইস্যুতেই বাংলাদেশকে সবরকম নিরাপত্তার আশ্বাস দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিল ভারত৷
বেশ কিছুদিন ধরেই একের পর এক মৌলবাদী কার্যকলাপের ঘটনা ঘটেছে বাংলাদেশে৷ খুন হয়েছেন বহু মুক্তমনা ব্লগাররা৷ সম্প্রতি নিত্যরঞ্জন পাণ্ডে নামে এক বর্ষিয়ান আশ্রম কর্মীর মৃত্যুর পর বাংলাদেশের মুসলিম ধর্মগুরুরাই এই ধরনের হত্যার প্রতিবাদে সামিল হন৷ প্রায় ১০ লক্ষ ইসলাম ধর্মগুরু এক পিটিশনে স্বাক্ষর করেন, যেটির বক্তব্য ছিল, ভিন্নধর্মীদের হত্যা করা ইসলামবিরুদ্ধ৷ এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছিল বাংলাদেশের এক সংগঠন৷ সে বিষয়ে ভারত কিছু প্রতিক্রিয়া জানানোর আগেই আইএস জঙ্গিদের চিঠি এল হিন্দু ধর্ম প্রচারের বিরোধিতা করে৷ আই জঙ্গিদের সক্রিয়তা নিয়ে এর আগেও উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশে৷ এই প্রেক্ষিতে বাংলাদেশকে সবরকম নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে৷ শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরুপ এ কথা জানিয়ে বলেন, ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত ইতিমধ্যেই সেখানকার রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেছে৷ মিশনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে৷
High Commission of India (Dhaka) contacted Bangladesh Police & MoFA:
Vikas Swarup on issue of Ramakrishna Mission in Dhaka…(contd)— ANI (@ANI_news) June 17, 2016
…receiving a threat letter, purportedly from IS. “Assured full support & protection. Also in direct contact with RK Mission in Dhaka”
— ANI (@ANI_news) June 17, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.