Advertisement
Advertisement

ভারত-রাশিয়া অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না: নরেন্দ্র মোদি

দু’দিনের রাশিয়া সফরে মোদি, একাধিক স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি৷

India and Russia sign several deals during Modi-Putin meet
Published by: Tanujit Das
  • Posted:September 4, 2019 5:55 pm
  • Updated:September 4, 2019 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া সফরে গিয়ে কাশ্মীর ইস্যুতে নাম না করে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রুশ প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, ভারত-পাকিস্তান, দু’জনই অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না৷

পাশাপাশি, দু’দিনের সফরে রাশিয়ার সঙ্গে গিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় কয়েকটি চুক্তি স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, পুতিনের দেশের সঙ্গে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল ও সামরিক হেলিকপ্টার নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি৷

Advertisement

[ আরও পড়ুন: পর্নস্টারকে ‘কাশ্মীরি যুবক’ ভেবে খোরাক পাক আমলা, উত্তরে মজার টুইট জনি সিনসের ] 

জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী সম্ভবত উত্তরপ্রদেশের কোরওয়াতে তৈরি হবে একে-২০৩ রাইফেলের কারখানা। প্রযুক্তি হস্তান্তরের সামরিক ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে ভারত-রাশিয়া৷ কোরওয়াতের কারখানায় তৈরি হবে ৬.৭ লক্ষ একে-২০৩ রাইফেল৷ যা ব্যবহার করবে দু’দেশ৷ এবং বাড়তি অস্ত্র তৃতীয় কোনও দেশের কাছে রপতানি করা হবে। পাশাপাশি, ভারতীয় সেনার ও বায়ুসেনার জন্য অপেক্ষাকৃত হালকা হেলিকপ্টার নির্মাণের জন্যও চুক্তিবদ্ধ হয়েছে ভারত ও রাশিয়া৷

[ আরও পড়ুন: বাড়ির খাবারে অরুচি, একটানা ৭ বছর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দৃষ্টি হারাল কিশোর ]

এখানেই যৌথ সাংবাদিক বৈঠককে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, দীর্ঘদিন ধরে ভারত ও রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তা বজায় থাকবে৷ পরবর্তী সময়ে একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে দু’দেশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement