সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ভারতকে বিরল ‘ছাড়’ দিল আমেরিকা৷ সামরিক জোট সঙ্গী তথা ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার এই ছাড় দেওয়ার খবর আসতেই নয়াদিল্লির সাউথ ব্লকে বৃহস্পতিবার ছিল খুশির হাওয়া। এই ঘটনায় নিজেদের নজিরবিহীন সাফল্যই দেখতে পাচ্ছেন ভারতীয় কূটনীতিকরা৷
এর ফলে বিষম চাপে পড়ে গেল মহাশক্তি চিন এবং চিনের ‘হৃদয়ের বন্ধু’ পাকিস্তানও। কারণ আমেরিকা নমনীয় হওয়ায় ভারত এবার একইসঙ্গে আমেরিকা এবং রাশিয়ার কাছ থেকে যে কোনও অত্যাধুনিক প্রযুক্তির যে কোনও অস্ত্র, সামরিক সরঞ্জাম যখন খুশি কিনতে পারবে। এতদিন এই সুযোগ ছিল না। কারণ আমেরিকার নিষেধাজ্ঞা ছিল তাদের সামরিক জোট সঙ্গী থাকলে এবং কূটনৈতিক বা কৌশলগত বন্ধু হলে সেই দেশ রাশিয়ার কাছ থেকে কোনও অস্ত্র কিনতে পারবে না। কিন্তু শুধু মাত্র ‘বিশেষ বন্ধু’ ভারতের জন্য আমেরিকা পাকাপাকিভাবে ‘ছাড়’ দিল। অর্থাৎ ভারত আমেরিকার ঘনিষ্ঠ ‘যুদ্ধ সঙ্গী’ হওয়া সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে যে কোনও অস্ত্র কিনতে পারবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে রুশ ও মার্কিন অস্ত্রে বলীয়ান হয়ে নিকট ভবিষ্যতে ভারত চিন ও পাকিস্তানের রক্তচাপ বাড়াতে চলেছে। এশিয়ায় শুধু ‘চিন-মুখী’ ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলাতে চলেছে। আসলে রুশ অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করে বিল পাস হল মার্কিন কংগ্রেসে। ফলে রাশিয়ার কাছ থেকে ৩০ হাজার ৮০০ কোটি টাকা দিয়ে পাঁচটি ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম (এস -৪০০ ক্ষেপণাস্ত্র) কেনা সহজ হয়ে গেল ভারতের পক্ষে। এতদিন মার্কিন বিধিনিষেধের আওতায় পড়ে এই ক্ষেপণাস্ত্র কিনতে পারেনি নয়াদিল্লি। নতুন বিলে সেই সংশয় কাটল বলে মনে করছে সাউথ ব্লক। ভারত অবশ্য আগেই জানিয়েছিল, মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করেই রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনা হবে। মোদি-পুতিনের ওই চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে৷ আমেরিকাকেও তা জানিয়ে দেওয়া হয়৷
এ বার মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে জেনে বিদেশ মন্ত্রকের বিশ্লেষণ, সেপ্টেম্বর মাসে প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী স্তরে ভারত-মার্কিন বৈঠকের আগে এটি ইতিবাচক পদক্ষেপ। আগামী ৬ সেপ্টেম্বর দিল্লিতে ওই বৈঠক হওয়ার কথা। সুষমা স্বরাজ, নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। ভারতকে এই ছাড় পাইয়ে দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের তরফে ম্যাটিস নিজে তৎপর হয়েছিলেন। আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নভতেজ সারনার নেতৃত্বে চেষ্টা চালাচ্ছিলেন ভারতীয় কূটনীতিকরাও। উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় সাফল্য মেলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.