Advertisement
Advertisement

Breaking News

India

রাষ্ট্রসংঘে ‘স্বাধীন’ প্যালেস্টাইনের পক্ষে দরবার ভারতের, পণবন্দিদের নিয়ে কী বলছে দিল্লি?

গাজায় চলছে তুমুল লড়াই।

India advocates for independent state of Palestine at UN। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 21, 2023 2:02 pm
  • Updated:November 21, 2023 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে ভারতের অবস্থান দীর্ঘদিনের। তবে হামাস বনাম ইজরায়েল যুদ্ধ আবহে ভারত ইহুদি দেশটির সমর্থনে থাকায় প্রশ্ন উঠেছিল এই অবস্থান নিয়ে। কিন্তু এই সংঘাতের মাঝেও যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গড়ার পক্ষেই রয়েছে ভারত সেটি আরও একবার আন্তর্জাতিক মঞ্চে বুঝিয়ে দিল দিল্লি। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের প্রতিনিধির সাফ বার্তা, ‘আমরা চাই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাক প্যালেস্টাইন।’

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে প্যালেস্টাইনে মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে রাষ্ট্রসংঘে ভারতের (India) স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, “ভারত চায় ইজরায়েল-প্যালেস্টাইন সমস্যার শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধান হোক। প্যালেস্টাইন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে অবস্থান করুক। এবং তারা ইজরায়েলের পাশেই নিরাপদ ও স্বীকৃত সীমান্ত ভাগ করুক। ভারত সব সময় চায় এই বিষয়ে পুনরায় সরাসরি আলোচনা শুরু হোক।”  

Advertisement

[আরও পড়ুন: হতে চলেছে যুদ্ধবিরতি! হামাস প্রধানের দাবিতে পণবন্দিদের মুক্তির আভাস]

বলে রাখা ভালো, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী লড়াই নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভয়াবহ এই সংঘাত নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সেই সময়ও ইজরায়েল-প্যালেস্টাইন প্রসঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন মোদি। সাফ জানিয়েছিলেন, প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে দীর্ঘদিনের অবস্থান থেকে মোটেও সরে আসেনি ভারত। 

অন্যদিকে, এদিন আরও একবার আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন কম্বোজ। হামাস-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাসবাদ নিয়ে আমাদের বার্তা একদম স্পষ্ট ও একই রয়েছে। ভারত সব সময় যে কোনও ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরোধিতা করে। আমরা চাই পণবন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। একইসঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে ত্রাণ পৌঁছানোর কাজ যেন চলতে থাকে। পুনরায় শান্তি স্থাপন ও স্থিতাবস্থা আনতে সকলে কাজ করছে।” একই সঙ্গে তিনি প্যালেস্টাইনের মানুষদের জন্য ভারতের পাঠানো ৭০ টন ত্রাণসামগ্রীর পাঠানোর বিষয়টিও তুলে ধরেন।  

[আরও পড়ুন: ইরানের হাতে নতুন হাইপারসনিক মিসাইল, ইজরায়েলকে গুঁড়িয়ে দেওয়াই কি লক্ষ্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement