সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসদীর্ণ লন্ডনে এখন নয়া আতঙ্ক অ্যাসিড হামলা। গত কয়েক বছরে রানির দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অ্যাসিড আক্রান্তের সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরে লন্ডনে অ্যাসিড হামলার শিকার হয়েছেন সাড়ে চারশোরও বেশি মানুষ। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক, ব্রিটিশ সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। অপরাধ রুখতে শহরবাসীর সাহায্য চেয়েছে লন্ডন পুলিশও।
[ইভাঙ্কা ভারতে এসেছিলেন আধার কার্ড পেতে! ভিডিওয় শোরগোল নেটদুনিয়ায়]
অ্যাসিড হামলা। এ বঙ্গে মানুষের কাছে অত্যন্ত পরিচিত শব্দ। ব্যক্তিগত আক্রোশ মেটাতে রাসায়নিক অস্ত্রে মহিলাদের মুখ বিকৃতি করে দিতে পিছপা হন না একশ্রেণীর মানুষ। খোলা বাজারে অ্যাসিড বিক্রি রুখতে কড়া আইন করেছে সরকার। আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়ারও ব্যবস্থা হয়েছে। কিন্তু, সেসব আর মানছে কে? অ্যাসিড হামলার ঘটনা যেমন উত্তরোত্তর বাড়ছে, তেমনি ক্ষতিপূরণ পেতেও বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে আক্রান্তদের। কিন্তু, জানেন কি? অ্যাসিড হামলার আতঙ্কে কাঁপছে লন্ডনও! সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র গত বছরে ব্রিটেনের রাজধানীতে অ্যাসিড হামলার শিকার সাড়ে চারশোরও বেশি মানুষ।
[ভিয়েতনামের জেলে নেতাজির মৃত্যু! ফরাসি ইতিহাসবিদের দাবিতে নয়া জল্পনা]
দিন কয়েক আগেই রাতে পূর্ব লন্ডনের একটি বাসস্টপে দাঁড়িয়েছিলেন জাভেদ হোসেন নামে এক ব্যক্তি। দুষ্কৃতীরা তাঁকে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ। হেলমেট থাকায় শরীরের বহিরঙ্গে কোনও ক্ষতি হয়নি। তবে বেশ কিছুটা অ্যাসিড খেয়ে ফেলায়, বুকের ভিতর সমস্যা দেখা দিয়েছে। গত মাসে উত্তর-পূর্ব লন্ডনে অ্যাসিড হামলার শিকার হন পিজ্জার ডেলিভারিম্যান। গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভরতি তিনি। অমনই অজস্র ঘটনা রোজই ঘটছে লন্ডনে। অ্যাসিড সারভাইভার ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রধান জেফ শাহের অভিযোগ, ব্রিটেনে অ্যাসিড কেনাবেচা সংক্রান্ত কোনও সরকারি নিয়ম নেই। তাই অ্যাসিড হামলার ঘটনা বাড়ছে।
[অ্যাঞ্জেলিনা হওয়ার স্বপ্নে বুঁদ, ৫০ বার সার্জারির পর মুখের এ কী হাল যুবতীর!]
পরিস্থিতি এতটাই ভয়াবহ, যে অ্যাসিড হামলা রুখতে হস্তক্ষেপ করেছে ব্রিটেন সরকার। অ্যাসিড বহনকারীদের কারণ দর্শাতে বাধ্য করার প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ডে হোম সেক্রেটারি অ্যাম্বার রুড। অপরাধ ঠেকাতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে লন্ডন পুলিশ। পূর্ব লন্ডন একটি এলাকায় আবার রীতিমতো আইন করে তরুণ-তরুণীদের অ্যাসিড বিক্রির নয়া নিয়ম লাগু করেছে স্থানীয় প্রশাসন।
[ইয়েতি রহস্যে যবনিকা পতন, জানেন আসলে কী এই প্রাণী?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.