Advertisement
Advertisement

ইজরায়েলকে পরমাণু হামলার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ভ্রান্ত পাকিস্তানের আগ বাড়িয়ে কথা বলার ফল কি খুব ভাল হবে?

In response to fake news Pakistan makes nuclear threat to Israel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 5:03 pm
  • Updated:December 25, 2016 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটে ছড়ানো একটি ভুয়া খবর৷ এর জেরেই ইজরায়েলকে পরমাণু হামলার হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খোওয়াজা মহম্মদ আসিফ৷ তাও আবার টুইট করে৷

টুইটারেই ভুয়া খবরটি প্রকাশ্যে আসে কয়েকদিন আগে৷ যাতে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে লেখায় হয়, পাকিস্তান যদি সিরিয়াতে কোনওভাবে সেনা পাঠায় তাহলে আমরা তাকে পরমাণু শক্তি দিয়ে ধ্বংস করে দেব৷ ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোর মুখে এই কথা সাজানো হয়৷

Advertisement

এই সাজানো কথার জেরেই ২৩ ডিসেম্বর পাক প্রতিরক্ষামন্ত্রী টুইট করে বসেন, সিরিয়াতে দায়েশের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইজরায়েল হুমকি দিয়েছে৷ ইজরায়েল ভুলে গিয়েছে পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ৷

পাক প্রতিরক্ষারমন্ত্রীর এই টুইটের পরই ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয় তাদের প্রতিরক্ষা মন্ত্রকের নামে যে টুইটটি করা হয়েছিল৷ সেটি সম্পূর্ণ জাল৷ এমনকী মে মাসের পর থেকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে আর নেই মোশে৷ তাঁর স্থানে এখন সেই পদে রয়েছেন আবিগাদর লিবারম্যান৷ টাইমস অফ ইজরায়েল সংবাদপত্রে বলা হয়েছে, ইজরায়েল কখনই পরমাণু অস্ত্র থাকা বা না থাকার কথা প্রকাশ্যে বলেনি৷ ফলে পাকিস্তানকে পরমাণু অস্ত্রের হুমকি দেখানোর প্রশ্নই ওঠে না৷ সত্যতা যাচাই না করেই পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনাও করেছে ইজরায়েলি সংবাদপত্র৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement