Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীর ইস্যুতে মার্কিন সমর্থন আদায়ে নয়া ষড়যন্ত্র ইমরান প্রশাসনের

ট্রাম্প প্রশাসনের সমর্থন জোগাড়ে এবার আফগান তাস ব্যবহার করল ইসলামাবাদ৷

In immense disappointment Pakistan plays Afghanistan card to US
Published by: Tanujit Das
  • Posted:August 14, 2019 12:35 pm
  • Updated:August 14, 2019 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজে আসেনি কোনও ফন্দিফিকির৷ রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, সকলের দরজায় দরজায় ঘুরেও মেলেনি সাড়া৷ পাশে দাঁড়ায়নি সব ঋতুর বন্ধু চিনও৷ এই পরিস্থিতিতে কাশ্মীর ইস্যুতে মার্কিন সমর্থন জোগাড়ে নয়া ষড়যন্ত্রের আশ্রয় নিল পাকিস্তান৷ নিয়ন্ত্রণ রেখায় তৈরি হওয়া উত্তেজক পরিস্থিতি সামাল দিতে আমেরিকা সাহায্য না করলে, এবার পাক-আফগান সীমান্ত থেকে সেনা তুলে নেওয়ার হুঁশিয়ারি দিল ইসলামাবাদ৷ সেক্ষেত্রে শান্তি প্রস্তাব নিয়ে তালিবানদের সঙ্গে যে কথাবার্তা চালাচ্ছে আমেরিকা, তা চূড়ান্ত ক্ষতির মুখে পড়তে পারে বলে অনুমান কূটনৈতিক মহলের৷

[ আরও পড়ুন: এবার আফগান ‘মাদক বাদশাহ’র সঙ্গে জুটি দাউদের, উদ্বিগ্ন প্রশাসন]

Advertisement

মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মঙ্গলবার এই বিষয়ে মুখ খোলেন পাক রাষ্ট্রদূত আসাদ মজিদ খান৷ তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পশ্চিমাংশের পাক-আফগান সীমান্তে আগেই সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ৷ তালিবানদের গতিবিধি রুখতে সর্বত ভাবে আমেরিকাকে সাহায্য করা হয়েছে৷ তবে এবার পূর্বাংশে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকলে, সেখানে আরও বেশি সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে৷ এবং সেক্ষেত্রে পশ্চিমাংশ থেকে সেনা সরিয়ে পূর্বাংশে নিয়োগ করতে হবে৷ প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির কাছে কার্যত পরাজয় স্বীকার করেই নিয়েছে ইসলামাবাদ৷ যার প্রমাণ মিলেছে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মঙ্গলবারের বক্তব্যে৷ রাষ্ট্রসংঘ ও মুসলিম দেশগুলির থেকে সমর্থন না পেয়ে চূড়ান্ত হতাশা প্রকাশ করেছেন তিনি৷ রাখঢাক না করেই বলেছেন, ‘‘আমরা যদি ভাবি যে আমাদের জন্য সবাই ফুল-মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করা হবে৷ আমাদেরে জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না৷’’

[ আরও পড়ুন: ‘মমতা-অরুন্ধতী রায় আমাদের সমব্যথী’, বিতর্কিত মন্তব্য পাক রাজনীতিকের ]

এখানেই শেষ নয়, কাশ্মীর ইস্যুতে ‘মধ্যস্থতা’র অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকে সেকথা সাফ জানিয়েও দিয়েছেন তিনি৷ বলেছেন, কাশ্মীর ইস্যুতে মার্কিন মধ্যস্থতার আর কোনও সম্ভাবনাই নেই৷ ভারত-পাকিস্তানের মধ্যেকার বিষয়ে নাক গলাবে না আমেরিকা৷ সোমবার একটি প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রিংলা বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা তখনই সম্ভব হবে, যদি ভারত-পাকিস্তান উভয় এই প্রস্তাব স্বীকার করবে৷ যেহেতু ভারত প্রথম থেকেই এই মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে, তাই তিনি সরাসরি এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কোনও সম্ভাবনা নেই৷’’ ফলে আমেরিকার উপর পাকিস্তানের এই চাপ সৃষ্টির কৌশলকে ‘শেষ চেষ্টা’ বলেই ব্যাখ্যা করছে ওয়াকিবহাল মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement