সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন একজন হিন্দু৷ হোয়াইট হাউসে তাঁর বিদায়ী বক্তৃতায় একথাই বললেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা৷
ওবামা এদিন বলেন, “শুধু মহিলা প্রেসিডেন্টই’ নয়, প্রত্যেকে সমান সুযোগ পেলে যে কোনওদিন আমেরিকা একজন ল্যাটিনো, ইহুদি বা হিন্দু প্রেসিডেন্ট পেতে পারে৷” তিনি আরও বলেন, “প্রত্যেককে সমান অধিকার দেওয়াই আমেরিকার শক্তি৷” সাংবাদিকদের ওবামা জানান, একদিন আমেরিকা প্রত্যেক জাতি-ধর্ম-বর্ণের প্রেসিডেন্ট পাবে৷ ট্রাম্পের জয়ের পর আমেরিকায় ক্রমাগত বর্ণবিদ্বেষ বেড়ে যেতে পারে কি না, সেই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ওবামা৷ ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে কট্টরপন্থী অবস্থান নিয়ে বলেছিলেন, ক্ষমতায় এলে তিনি মার্কিন মুলুক থেকে সব মুসলিমদের তাড়িয়ে ছাড়বেন৷
Starting soon: @POTUS‘s final press conference at the White House. Watch live: https://t.co/b4tqL36eMn pic.twitter.com/DerjbMAdR6
— The White House (@WhiteHouse) January 18, 2017
এদিনই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে হোয়াইট হাউসের দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ সাংবাদিক বৈঠকে বহু বিতর্কিত প্রশ্নেরও জবাব দিয়েছেন ওবামা৷ বহু দিনের পুরনো শত্রু রাশিয়া সম্পর্কে তিনি বলেছেন, মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক খানিকটা সেই ঠাণ্ডা যুদ্ধের মতোই রূপ নিয়েছে। ওবামা বলেছেন, “ভ্লাদিমির পুতিন আবারও রুশ প্রেসিডেন্ট হওয়ায় ঠাণ্ডা যুদ্ধের একটা আঁচ যেন পাওয়া যাচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়েছে৷” ইজরায়েল ও প্যালেস্টাইন দুই রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার মূল্যবান সুযোগ হারাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.