Advertisement
Advertisement

Breaking News

কুরবানি ইদে রক্তনদী বইছে ঢাকার অলি-গলিতে!

কুরবানি ইদে বৃষ্টির জল আর পশুহত্যার রক্ত মিশে ঢাকার রাস্তায় যেন বইল রক্তনদী৷

In Eid Animal Blood Flowing Down Dhaka Streets, Picture Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 2:22 pm
  • Updated:September 14, 2016 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এত রক্ত কেন?’– বয়ে চলা রক্তের ধারা দেখে প্রশ্ন করেছিল ‘বিসর্জন’-এর ছোট্ট অপর্ণা৷ এতযুগ পরে ঢাকার অলি-গলির রাস্তার চেহারা যেন ফিরিয়ে দিল সে প্রশ্নকেই৷ কুরবানি ইদে বৃষ্টির জল আর পশুহত্যার রক্ত মিশে ঢাকার রাস্তায় যেন বইল রক্তনদী৷

সম্প্রতি বাংলাদেশের রাজধানী শহরের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷ প্রশ্ন অবশ্য ধর্মাচরণ নিয়ে নয়৷ কেননা বিভিন্ন ধর্মের মানুষ তাঁদের নিজস্ব বিশ্বাসে আচার অনুষ্ঠান পালন করবেন সেটাই স্বাভাবিক৷ কিন্তু তা পালন করতে গিয়েই যে ছবি উঠে এসেছে তাতেই ক্ষুব্ধ পশুপ্রেমীরা৷ পশুসংরক্ষণ নিয়ে সারা পৃথিবীতেই নানা সচেতনতার প্রচার দেখা দেয়৷ সেই নিরিখেই সমালোচনার ঝড় উঠেছে এই ছবি ঘিরে৷

Advertisement

কিন্তু কেন এরকম ভয়াবহ দৃশ্য দেখা গেল শহর জুড়ে?  কুরবানির জন্য পশুহত্যা নতুন কিছু নয়৷ কিন্তু সমস্যা হয়েছে বৃষ্টির কারণে জমা জলে৷ জল জমা শহরের দীর্ঘদিনের সমস্যা তা স্বীকার করছেন অনেকেই৷ সেই জলেই রক্ত মিশে এই অস্বস্তিকর দৃশ্যের জন্ম হয়েছে৷ এরকম দৃশ্যে কার্যতই বিব্রত শহরবাসীরাও৷ শহরের জল জমার সমস্যা সমাধান না হওয়ার দিকেই আঙুল তুলেছেন তাঁরা৷ যার জেরেই এই সমস্যা৷ কুরবানির রক্ত জলে মিশে যে এমন পরিস্থিতি তৈরি করতে পারে তা আঁচ করে প্রশাসনের আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেই মনে করছেন তাঁরা৷  কিন্তু যা হওয়ার ছিল তা হয়নি৷ ফলে এই রক্তনদীর ছবিই এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ এমনিতেই রক্তপাতহীন ইদের পক্ষে সওয়াল করেছেন অনেকে৷ শব্দহীন দেওয়ালি, পরিবেশবান্ধব গণেশপুজো, দহি হান্ডির উচ্চতা কমানোর মতো পদক্ষেপ করা হলে ইদে রক্তপাতই বা বন্ধ হবে না কেন, এ প্রশ্ন ইতিউতি ঘোরাঘুরি করছে নেটদুনিয়ায়৷ ঢাকার রাস্তার এ চেহারা যেন সে প্রশ্নেই ইন্ধন দিল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement