Advertisement
Advertisement
Narendra Modi, President Enrique Peña Nieto

প্রেসিডেন্টের গাড়ি চেপে খেতে যাচ্ছেন মোদি, ছবি ভাইরাল

কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তি আরও মজবুত করা নিয়েও নানা গঠনমূলক আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের৷

President Enrique Peña Nieto drives Narendra Modi to a restaurant
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2016 4:59 pm
  • Updated:March 29, 2019 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির বিষয়টিকে মেক্সিকো সমর্থন করবে বলে নরেন্দ্র মোদিকে আশ্বাস দিলেন সে দেশের প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো৷ লস পিনোসে নিজের বাসভবনে মোদির সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, “পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্যপদ পেতে ভারতের সদিচ্ছা চোখে পড়েছে মেক্সিকোর৷ ইতিবাচক ও গঠনমূলক এই উদ্দেশ্যর জন্য আমরা ভারতের সদস্যপদ পাওয়ার দাবিকে সমর্থন করব৷”

মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তাঁকে নিয়ে একটি নিরামিষ মেক্সিকান হোটেলে খেতে যান প্রেসিডেন্ট পেনা নিয়েতো৷ নিজে গাড়ি চালিয়ে বিশেষ অতিথি মোদিকে নিয়ে যান তিনি৷ বিরল মুহূর্তের সেই ছবি টুইটারে পোস্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ৷ পাঁচ দেশের সফরের মধ্যে মেক্সিকোই ভারতের প্রধানমন্ত্রীর শেষ সফর৷ মোদির এই সফরের প্রধান উদ্দেশ্যই ছিল এনএসজির অন্যতম সদস্য হিসাবে ভারতের অন্তর্ভুক্তি বিষয়ে আমেরিকা, মেক্সিকো, সুইজারল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ দেশের সম্মতি আদায়৷ এর ফলে চিন-পাকিস্তানের আপত্তি সত্ত্বেও এনএসজি-র সদস্যপদ পেতে ভারতের বাধা অনেকটাই কেটে গেল৷ মেক্সিকোর সমর্থন পেয়ে কৃতজ্ঞ মোদি বলেন, “এমন ইতিবাচক মানসিকতা ও সমর্থনের জন্য প্রেসিডেন্ট পেনা নিয়েতোকে ধন্যবাদ জানাই৷” এনএসজি প্রসঙ্গে সমর্থন আদায় ছাড়াও তথ্যপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শক্তি উৎপাদন ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও কথা হয় মোদি-পেনার৷ ভারত-মেক্সিকোর দ্বিপাক্ষিক, কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তি আরও মজবুত করা নিয়েও নানা গঠনমূলক আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের৷

Advertisement

modi-mexico-e-web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement