ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশই ভয়ংকর রূপ নিচ্ছে করোনা ভাইরাস। এবার প্রাণ গেল এক দুধের শিশু। জানা গিয়েছে, তার বয়স এক বছরেরও কম। সাধারণত এত ছোট কোনও শিশু আগে করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটি।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিজকার আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে নিহত ওই শিশুর বয়স এক বছরেরও কম। তবে মারণ ভাইরাসের কবলে দুধের শিশুর মৃত্যু ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। শিশুটি করোনাতে মারা গিয়েছে নাকি তার অন্য কোনও রোগ ছিল, তা খতিয়ে দেখছেন তাঁরা। ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের পরিচালক ডাঃ এনগোজি ইজিকে জানান, শিশুর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মারণ ভাইরাস রোধে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। ক্রমশ বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চিন, ইটালি ও স্পেনের থেকেও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ২৫৬ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে সতেরোশোরও বেশি মানুষের।মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের এপিসেন্টার হয়ে উঠেছে নিউ ইয়র্ক। শুধুমাত্র নিউ ইয়র্কেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৬,২৬২ জন। মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে নিউ জার্সি। প্রায় ৮,৮২৫ জন নিউ জার্সিতে করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্বের অন্যান্য দেশগুলির মতোই করোনাভাইরাসের প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.