Advertisement
Advertisement
Donald Trump

‘৪ বছর পর খ্রিষ্টানদের আর ভোট দিতে হবে না’, প্রচারে মেরুকরণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

'আমি আপনাদের ভালবাসি, কারণ আমি নিজেও খ্রিষ্টান', ভোট প্রচারে বার্তা ট্রাম্পের।

In 4 Years, You Won't Have To Vote Again, Donald Trump Tells Christians

ফাইল চিত্র

Published by: Amit Kumar Das
  • Posted:July 28, 2024 4:34 pm
  • Updated:July 28, 2024 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলি কাণ্ডের পর দ্বিগুণ উৎসাহে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রচারে বেরিয়ে এবার বিতর্কিত মন্তব্য শোনা গেল তাঁর মুখে। দেশের খ্রিষ্টানদের কাছে বিশেষ আর্জি রেখে ট্রাম্প জানালেন, ‘এবার আমায় ভোট দিন ৪ বছর পর আর আপনাদের ভোট দিতে হবে না।’ প্রাক্তন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে প্রচারে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলছে শাসক শিবির।

২০২১ সালে বাইডেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর নতুন করে হোয়াইট হাউসে ফিরতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে রয়েছে নির্বাচন। সেই লক্ষ্যে ফ্লোরিডায় এক জনসভাআয় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট প্রার্থী। সেখানেই তিনি বলেন, “খ্রিস্টানদের বলছি, এবার আপনাদের বিপুল সংখ্যায় বাইরে বেরিয়ে ভোট দিতে হবে। তবে ৪ বছর পর এমনটা আর করতে হবে না। আর চার বছরের অপেক্ষা। তার পর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। আমার প্রিয় খ্রিষ্টান ধর্মালম্বিরা আমি আপনাদের ভালবাসি। আমি নিজেও খ্রিষ্টান। এবার আপনারা ভোটটা দিন, এর পর আর ভোট দিতে হবে না। আমি এমন ব্যবস্থা করে দেব যে আপনাদের আর ভোট দিতে যেতে হবে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করা হবে’, সন্ত্রাস রুখতে বড়সড় পরিকল্পনা কেন্দ্রের]

ট্রাম্পের এহেন মন্তব্য সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। অভিযোগ ওঠে প্রচারে বেরিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন রিপাবলিকান প্রার্থী। তবে এ বিষয়ে ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস কোনও মন্তব্য না করলেও হ্যারিসের প্রচার মুখপাত্র জেসন সিঙ্গার বলেন, ট্রাম্পের এমন মন্তব্য উদ্ভট ও দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার মতো মন্তব্য।

[আরও পড়ুন: খুনের রাজনীতি অব্যাহত! তামিলনাড়ুতে দুষ্কৃতী হামলায় এবার মৃত AIADMK কর্মী]

অবশ্য ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এই প্রথমবার নয়। মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন প্রাক্তন রাষ্ট্রপতি। গত ডিসেম্বর মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি যদি রাষ্ট্রপতি হই তবে অবশ্যই আমি স্বৈরাচারী হব, কিন্তু একদিনের জন্য। যাতে মস্কোর সঙ্গে জুড়ে থাকা দক্ষিণ সীমান্ত বন্ধ করা যায় এবং তৈল খনন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। যা নিয়ে বিতর্ক শুরু হতেই ট্রাম বলেছিলেন, তিনি নিছক মজার ছলে এমনটা বলেছিলেন। তবে এবার আমেরিকার মাটিতে খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বি নাগরিকদের মধ্যে ভেদাভেদের অভিযোগ উঠল ট্রাম্পের বিরুদ্ধে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement