সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বুকে বেনজির হামলা চালিয়েছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। যার পর থেকেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে এই হামলার কথা নাকি আগে থেকেই জানত ইহুদি দেশটির প্রশাসন। যা নিয়ে সামনে এসেছে একাধিক রিপোর্ট। এবার প্রকাশ্যে এল আরেক চাঞ্চল্যকর নথি। ২০১৬ সালেই নাকি ফাঁস হয়েছিল হামাসের হামলার ছক!
সোমবার ‘ইয়েদিওথ আহরোনোথ’ নামের ইজরায়েলের (Israel) এক প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালেই হামাসের এই হামলার ছক ফাঁস হয়ে গিয়েছে। এনিয়ে ১১ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন ইজরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। ওই নথিতে লিবারম্যান জানিয়েছিলেন, বিপদ আসন্ন। গাজা সীমান্ত হয়ে ইজরায়েলে হামলা চালানোর ছক কষছে হামাস। বহু মানুষকে পণবন্দি বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। দক্ষিণ ইজরায়েলে হত্যালীলাও চালাবে তারা। এবার এই নথি প্রকাশ্যে আসতে আরও একবার আঙুল উঠছে তেল আভিভের বিরুদ্ধে।
বলে রাখা ভালো, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের হামলার পরেই প্রশ্ন উঠেছিল, এত বড় অভিযানের পরিকল্পনার কথা কেন জানতে পারল না ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ? এক রিপোর্ট মোতাবেক, হামাস আক্রমণের দিনক্ষণ নিয়ে আগেই নাকি ইজরায়েলকে সতর্ক করেছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। হামলার একদিন আগে আমেরিকার আধিকারিকদের হাতে একটি রিপোর্ট আসে যেখানে উল্লেখ রয়েছে, হামাস সন্দেহজনক কার্যকলাপ চালাচ্ছে। ভয়ংকর কোনও বিপদ যে শিয়রে সেই সম্পর্কে নাকি অবগত ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সরকার। কিন্তু হামাসের এই আচমকা হামলা নিয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন নেতানিয়াহু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.