Advertisement
Advertisement

Breaking News

Imran

ইমরানের হাতে হাতকড়া পড়ার পরই জনপ্লাবন পথে! উত্তেজনা পাকিস্তানে

গ্রেপ্তারির ধাক্কায় নির্বাচনে লড়ার অধিকার হারাবেন 'কাপ্তান'?

Imran's party workers hit Pak streets। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 5, 2023 4:01 pm
  • Updated:August 5, 2023 6:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁকে তোষাখানা মামলায় ৩ বছরের সাজা শুনিয়েছে জেলা ও দায়রা আদালত। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল। ‘কাপ্তানে’র গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই রণগর্ভ পাকিস্তানের রাস্তা। পিটিআই সমর্থকদের দেখা গেল রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে।

উল্লেখ্য, গত ৩ জুলাই শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ইমরান। তাঁর দাবি ছিল, পাক সরকার একটা ‘প্ল্যান’ করেছে তাকে জেলে ঢোকানোর। এবং মামলা যেভাবে এগোচ্ছে তা থেকে পরিষ্কার, পুরো বিষয়টিই পূর্ব পরিকল্পিত। এর ২ দিনের মধ্যে ইমরানের গ্রেপ্তারিতে সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এদিনও গ্রেপ্তারির আগে একটি ভিডিও পোস্ট করে ইমরান দাবি করেছিলেন, ‘লন্ডন প্ল্যান’ অনুসরণ করে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দলীয় সমর্থকদের হিংসায় না জড়ানোরই আরজি জানিয়েছিলেন তিনি।

Advertisement

কিন্তু এদিন তাঁর গ্রেপ্তারির পরই সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এবছরের নভেম্বরেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। এই পরিস্থিতিতে আইনজ্ঞদের দাবি, এই সময়ে গ্রেপ্তারির ধাক্কায় ইমরানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা শূন্য হয়ে যেতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement