সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে গত রবিবার দেশ ছেড়েছেন ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবির (Nushra Bibi) বান্ধবী ফারাহ খান। তাঁর দেশত্যাগের একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে এক বিলাসবহুল বিমানে খোশমেজাজে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল, বিরোধীদের দাবি সেটির মূল্য ৯০ হাজার মার্কিন ডলার! টালমাটাল পাক (Pakistan) রাজনীতিতে নতুন বিতর্ক পাক খাচ্ছে ইমরানের স্ত্রীর বান্ধবী ও তাঁর দামি ব্যাগকে ঘিরে। অভিযোগ উঠছে, ইমরানই নাকি দেশ ছাড়তে সাহায্য করেছেন তাঁকে।
গত রবিবারই ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি শুরু হওয়ার আগেই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। তার পরেই ইমরানের প্রস্তাব অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন আলভি। এই টালমাটাল পরিস্থিতিতেই দেশ ছাড়েন ফারাহ। জানা গিয়েছে, আগেই দেশ ছেড়েছেন তাঁর স্বামীও। তাঁরা দুবাই গিয়েছেন বলে জানা যাচ্ছে।
Farah Khan, Bushra’s Frontwoman who ran away . The bag with her is for $90,000. Yes that’s ninety thousand dollars. pic.twitter.com/ESrZOKD3h6
— Romina Khurshid Alam (@MNARomina) April 5, 2022
ঠিক কী অভিযোগ ফারাহর বিরুদ্ধে? ইমরান-বিরোধীদের অভিযোগ, সরকারি অফিসারদের থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তাঁদের পছন্দসই পোস্ট পাইয়ে দিতেন তিনি। যদিও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফে কোনও পদেই ছিলেন না ফারাহ। তবু বুশরা বিবির সঙ্গে বন্ধুত্বের কারণেই তাঁর হাতেও বিপুল ক্ষমতা ছিল বলে অভিযোগ। আর সেই ক্ষমতারই অপব্যবহার করতেন ফারাহ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছে বিলাসবহুল প্রাইভেট জেটে বসে পাকিস্তান ছাড়ছেন তিনি। চর্চা শুরু হয়ে গিয়েছে তাঁর পায়ের কাছে থাকা ব্যাগটিকে নিয়েও। বিরোধী জোটের এক নেত্রী রোমিনা খুশিদ আলম টুইটারে ছবিটি পোস্ট করে লিখেছেন, ”ফারাহ খান, বুশরার ঘনিষ্ঠ, পালিয়েছেন। তাঁর ব্যাগটির মূল্য ৯০ হাজার মার্কিন ডলার। হ্য়াঁ, এটার দাম ৯০ হাজার ডলার।”
কিছুদিন ধরেই এই মহিলার বিরুদ্ধে বাড়ছিল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। বিরোধীদের অভিযোগ, সবশুদ্ধ ৩ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার আত্মসাৎ করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.