Advertisement
Advertisement
Imran Khan

দেশবিরোধী কাজ! ইমরান খানের দলকে নিষিদ্ধ করার ভাবনা পাক সরকারের

সুপ্রিম কোর্টেও ইমরানের দলের বিরুদ্ধে আবেদন পাক সরকারের।

Imran Khan's party PTI likely to be banned in Pakistan

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 15, 2024 5:04 pm
  • Updated:July 15, 2024 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই- ইনসাফকে নিষিদ্ধ করবে সেদেশের সরকার! এমনটাই জানালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাতুল্লা তারার। তাঁর কথায়, আইএমএফের সঙ্গে পাকিস্তানের চুক্তিতে সাবোতাজের চেষ্টা করেছিল পিটিআই নেতারা। এছাড়াও বিদেশি অনুদান থেকে সাইফার কাণ্ড- নানা ক্ষেত্রেই দেশের বিপদ ডেকে এনেছে ইমরানের দল, এমনটাই দাবি পাক মন্ত্রীর।

বহুদিন ধরেই একাধিক অভিযোগে জেলবন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান (Imran Khan)। জেল থেকেই চলতি বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাঁর দল সমর্থিত নির্দল প্রার্থীরা। সর্বোচ্চ আসনও পেয়েছে তারাই। যদিও সরকার গড়ার জন্য নির্ধারিত আসন মেলেনি ইমরান সমর্থিত প্রার্থীদের। এহেন পরিস্থিতিতে গত বছর থেকেই জল্পনা চলছে, নিষিদ্ধ করে দেওয়া হতে পারে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানকে।

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ট্রাম্প, স্বামীর বিপদে ভালোবাসার পথে হাঁটার বার্তা মেলানিয়ার

এবার ইমরানের দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে পাকিস্তানের (Pakistan) সরকার। আতাতুল্লা জানিয়েছেন, “পিটিআইয়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে। আইএমএফের সঙ্গে চুক্তি করতে গিয়েও সাবোতাজ করেছে পিটিআই। এছাড়াও দাঙ্গা বাঁধানো, বিদেশি অনুদানে অস্বচ্ছতা, সাইফার মামলা, দেশের তথ্য ফাঁস- একাধিক নিদর্শন রয়েছে যেখানে পাকিস্তানের ক্ষতি করার চেষ্টা করেছে পিটিআই।”

সেই জন্যই এবার ইমরানের দলের বিরুদ্ধে ক্যাবিনেটে প্রস্তাব আনতে চলেছে পাকিস্তান সরকার। এছাড়াও প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সরকার, যেন ইমরানের দলকে নিষিদ্ধ করা যায়। উল্লেখ্য, আপাতত দেশের প্রধান বিরোধী দল হল ইমরানের পিটিআই। ওয়াকিবহাল মহলের মতে, সুপ্রিম কোর্টের রায়ে ২৩টি আসন ফিরে পেতে পারে ইমরানের দল। ফলে সরকারে থাকা শাহবাজ শরিফের দলের সঙ্গে তাদের আসন সংখ্যার ব্যবধান কমবে। তৈরি হবে পিটিআইয়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনাও। সেই জন্যই তড়িঘড়ি পিটিআইকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে পাক সরকার।

[আরও পড়ুন: চৌচির হয়ে যেত মাথার খুলি, ভাগ্যবিধাতার দয়ায় কয়েক মিলিসেকেন্ডে নবজীবন ট্রাম্পের!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement