Advertisement
Advertisement

পাক রাজনীতিতে নবজন্ম ইমরানের, সংখ্যাগরিষ্ঠতার পথে পিটিআই

পাক পার্লামেন্টে ম্যাজিক ফিগার ১৩৭৷

 Imran Khan's Pakistan Tehreek-e-Insaf takes massive lead in Pakistan national election

পাক পার্লামেন্টে ম্যাজিক ফিগার ১৩৭৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2018 9:26 am
  • Updated:July 26, 2018 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত ছিলই৷ সমস্ত আশঙ্কাকে সত্যি প্রমাণ করে পাকিস্তানের তালিবানের হাত ধরেই রাজনীতিতে নবজন্মের পথে ইমরান খান৷ ধীরে ধীরে একক সংখ্যাগরিষ্ঠতার পথে ইমরানের তেহরিক ই ইনসাফ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৭২টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১২০টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসতে চলেছে ইমরানের দল৷

[ত্রি-দেশীয় সফরে উগান্ডায় মোদি, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দিলেন সেদেশের পার্লামেন্টে]

পাক পার্লামেন্টে ম্যাজিক ফিগার ১৩৭। এখনও পর্যন্ত পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআইকে এগিয়ে ১১৩টি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে নওয়াজ শরিফের পিএমএল-এন এগিয়ে ৬৪টি আসনে, ৪৩টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে লড়ছে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি৷ ৫০টি আসনে এগিয়ে অন্যান্যরা৷ জঙ্গি হাফিজ সইদের আল্লাহু আকবর পার্টি একটি আসনও পায়নি বলে পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

[গ্রিসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ স্বামী]

বুধবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল ‘ক্যাপ্টেনের’ হাতই শক্ত হচ্ছে। রাতে গণনা যতই এগোতে তাঁকে ততই ক্যাপ্টেনের নামে জয়ধ্বনি ওঠে পাক মুলুকের আনাচে কানাচে। রাত বাড়তেই ক্রিকেট ব্যাট, উইকেট, বল হাতে শুরু হয়ে যায় ইমরান সমর্থকদের উদ্দাম সেলিব্রেশন। যেন দ্বিতীয়বার ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। ইসলামাবাদ থেকে মাঝ রাতের বার্তা, পাকিস্তানের ওয়াজির-এ-আজম (প্রধানমন্ত্রী)—র কুর্সিতে বসা প্রায় পাকা করে নিয়েছেন ইমরান খান নিয়াজি। মিঞাওয়ালি এবং ইসলামাবাদ—টু আসনে এগিয়ে তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement