Advertisement
Advertisement
Imran Khan

‘সময়টা ভাল নয়’, বিশ্বকাপে ভারতের হার নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না ইমরান খানও

আন্তর্জাতিক মঞ্চকে পাক প্রধানমন্ত্রী ব্যবহার করলেন ভারতের হার নিয়ে খোঁচা দিতে।

Imran Khan takes a dig at India after Pakistan's historic T20 WC win | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2021 9:34 am
  • Updated:October 26, 2021 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের হার নিয়ে এবার ভারতকে খোঁচা দিতে ছাড়লেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও (Imran Khan)। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) পাকিস্তানের বিশাল জয়ের প্রসঙ্গ তুলে আনলেন ইমরান। তাঁর বক্তব্য, দু’দেশের মধ্যে সুসম্পর্কের কথা বলার সঠিক সময় এটা নয়।

Imran Khan takes a dig at India after Pakistan's historic T20 WC win

Advertisement

সোমবার পাকিস্তান-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সভায় ভাষণ দিচ্ছিলেন ইমরান। সেখানে তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দুই দেশ বিশ্বের সবচেয়ে বড় দুটি বাজার। এর মধ্যে চিনের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু দরকার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো। যদিও গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket Team) দল যেভাবে ভারতকে পর্যুদস্ত করেছে, তারপর ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলার নিশ্চয়ই এটি সঠিক সময় নয়।’’

[আরও পড়ুন: T-20 WC 2021: ‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ?’, ভারতের হারের পরই তীব্র কটাক্ষ শামিকে]

বাণিজ‌্যসভায় ইমরানের ক্রিকেট নিয়ে এই খোঁচা আলোড়ন ফেলে দেয়। তির্যক হাসির সঙ্গে ক্রিকেট প্রসঙ্গ তুলে ভারতকে বিদ্রুপ করেও পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘দু’দেশের সম্পর্ক একটি মাত্র জায়গায় আটকে রয়েছে। তা হল কাশ্মীর। ভারত যদি রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদে ৭২ বছর আগে নেওয়া প্রস্তাব মেনে কাশ্মীরকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়ে দেয়, তাহলেই দুই প্রতিবেশীর মধ্যে একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠতে পারে।’’

[আরও পড়ুন: IPL Bidding: প্রতীক্ষার অবসান, আইপিএলের নতুন দু’টি দলের নাম ঘোষণা করল BCCI]

পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই অবশ‌্য ইমরান খান একদিকে ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কাজে যুক্ত সংগঠনগুলিকে প্রশ্রয় দিচ্ছেন এবং অন‌্যদিকে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভারতকে খোঁচা দিয়ে সম্পর্কের উন্নতি ঘটানোর ‘সদিচ্ছা’ দেখাচ্ছেন। পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই যে ইমরান বারবার ভারতের প্রসঙ্গ টানছেন, তা নিয়ে কূটনৈতিক মহলে কোনও সংশয় নেই। আফগানিস্তানে তালিবান (Taliban) শাসন কায়েম হওয়ার পর পাকিস্তান এখন সক্রিয় হয়ে উঠেছে স্থলপথে মধ‌্য এশিয়ায় বাণিজ‌্য বিস্তার করতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement