Advertisement
Advertisement

ভারতকে চাপে ফেলতে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের ‘মধ্যস্থতা’র প্রস্তাবকে সমর্থন ইমরানের

নিয়ন্ত্রণ রেখায় অশান্তি ছড়ানোর দায় ভারতের কাঁধে চাপালেন পাক প্রধানমন্ত্রী৷

Imran Khan supports US president Donal Trump on Kashmir issue
Published by: Tanujit Das
  • Posted:August 4, 2019 5:41 pm
  • Updated:August 4, 2019 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক দিন আড়ালে ছিলেন৷ তবে আর পারলেন না৷ অবশেষে মুখোশ ঝেড়ে বেরিয়েই এলেন তিনি৷ কাশ্মীর ইস্যুতে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সুরেই কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান৷ ভারত-পাকিস্তানকে ‘মধ্যস্থতা’র বার্তা দিয়ে যে দয়া-ভিক্ষা করতে চেয়েছিলেন, সেই দাক্ষিণ্যই লুফে নিলেন তিনি৷

[ আরও পড়ুন: ‘ইয়ে দোস্তি…’, গানে মোদিকে টুইটারে বন্ধুত্বের বার্তা ইজরায়েলি দূতাবাসের]

Advertisement

গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, রবিবার সেই বিষয়ে টুইট করেন পাক প্রধানমন্ত্রী৷ টুইটে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সাহায্যের বার্তাকে স্বাগত জানান ইমরান খান৷ লেখেন, ‘‘কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আমার মনে হয়, সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, ফলে সেই প্রস্তাব কার্যকর করার সময় এসেছে৷ সেখানে উত্তেজনা ছড়াতে শুরু করেছে ভারতীয় সেনা৷ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিষয়টি দেখা উচিত৷’’

[ আরও পড়ুন: টেক্সাসের পর ওহাইয়ো, জোড়া হামলায় মার্কিন মুলুকে বেড়েই চলেছে মৃত্যু ]

এমনকী, পাক সেনা ও ইমরান প্রশাসন বালোচিস্তান এবং অধিকৃত কাশ্মীরের মানুষদের উপর যে অকথ্য অত্যাচার চালাচ্ছে, সে কথা বেমালুম গোপন করেন ইমরান খান৷ কাশ্মীরের নাগরিকদের প্রতি ‘অতি প্রেম’ দেখিতে নয়াদিল্লিকে কাঠগড়ায় তোলেন তিনি৷ টুইটে পাক প্রধানমন্ত্রী লেখেন, ‘‘কাশ্মীরের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা মেটানোর সময় এসেছে৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন অনুযায়ী তাঁদের যে অধিকার রয়েছে, তা প্রয়োগ করতে দেওয়ার সময় এসেছে৷ দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার একমাত্র উপায় হল কাশ্মীর সমস্যার সমাধান৷’’

[ আরও পড়ুন: টেক্সাসে ওয়ালমার্টের শপিং মলে বন্দুকবাজের হানা, মৃত অন্তত ২০ ]

এখানেই শেষ নয়, পাক সেনা ও তাদের মদতপুষ্ট জঙ্গিরা বারবার ভারতের প্রবেশের চেষ্টা করলেও, নিয়ন্ত্রণ রেখায় অশান্তি তৈরির দায় এদিন ভারতের উপরেই চাপান ইমরান খান৷ টুইটে অভিযোগ করেন, ‘‘নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসকারী নিরীহ মানুষদের উপর ভারত যেভাবে হামলা চালাচ্ছে, তার নিন্দা করি৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement