Advertisement
Advertisement

Breaking News

আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত দুর্বলতা নয়, ভোলবদলে বার্তা ইমরানের

ভারতের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাক প্রধানমন্ত্রীর৷

Imran Khan: Pakistan’s friendship offer to India should not be seen as weakness

ইমরান খান

Published by: Sayani Sen
  • Posted:September 24, 2018 5:28 pm
  • Updated:September 24, 2018 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার জঙ্গি হামলায় বীতশ্রদ্ধ ভারত৷ পাকিস্তানের সঙ্গে বৈঠকের টেবিলে বসতে নারাজ কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে নিজের অবস্থান বদলালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ প্রতিবেশী দেশের সঙ্গে বৈঠকে বসার আর্জি খারিজ হওয়ায় ক্ষুব্ধ তিনি৷ ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী৷

[ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি পাক সেনার]

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেই প্রস্তাবে রাজি হয়নি ভারত৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘আমরা ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছি না৷ বন্ধুত্বের সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছি৷ আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত পাকিস্তানের দুর্বলতা নয়৷ বৈঠক করলে পাকিস্তান ও ভারত এই দুই দেশের দারিদ্র্য ঘুচবে৷’’ পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনার টেবিলে বসতে না চাওয়ার সিদ্ধান্তকে ‘দুর্ব্যবহার’ বলেও কটাক্ষ করেন তিনি৷

Advertisement

[রেডিও বার্তায় ভেসে আসছে হুমকি, দক্ষিণ চিন সাগরে নিরাপত্তার চক্রব্যূহ]

ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসার ইচ্ছাপ্রকাশের ঠিক কয়েকঘণ্টা আগেই ভিডিও বার্তায় পুলিশ আধিকারিক ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেয় জঙ্গিরা৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের সোপিয়ানে বাড়ি থেকে তিন পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা৷ কয়েক ঘণ্টা নিখোঁজ ছিলেন তাঁরা৷ তারপরই উদ্ধার হয় পুলিশকর্মীদের নিথর দেহ৷ ওই তিন পুলিশকর্মীর দেহে মিলেছে গুলির চিহ্ন৷ এর আগে আন্তর্জাতিক সীমান্তেও উদ্ধার হয় এক বিএসএফ জওয়ানের দেহ৷ ওই জওয়ানের গলাকাটা দেহে মেলে একাধিক গুলির চিহ্ন৷ সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার জেরে সীমান্তে অশান্তির পারদ যতই চড়ছে, ততই ভারত-পাক সম্পর্কের শীতলতা বাড়ছে৷ মুখে আলোচনার কথা বললেও, আদতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পাকিস্তানের মোটেও ইচ্ছা নেই বলেই অভিযোগ করে কেন্দ্রীয় সরকার৷ এই অভিযোগে ইমরানের বৈঠকে বসার প্রস্তাব খারিজ করে দেয় ভারত৷ আলোচনায় বসতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে পাক ও ভারত সরকারের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement