Advertisement
Advertisement

Breaking News

প্রমাণ দিলে দোষীদের শাস্তি, সন্ত্রাসে মদতের অভিযোগ ওড়ালেন ইমরান

পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর গলায়৷

Imran Khan on Pulwama terror attack
Published by: Tanujit Das
  • Posted:February 19, 2019 3:40 pm
  • Updated:February 19, 2019 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দেশের মাটিতেই সযত্নে লালিত পালিত হচ্ছে জঙ্গি নেতা মাসুদ আজহার৷ পুলওয়ামায় সেনা জওয়ানদের উপর হামলার দায়ও স্বীকার করেছে মাসুদেরই সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ৷ কিন্তু এরপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সন্ত্রাসবাদে মদতের কথা ওড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ উলটে দাবি করলেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিতে পারলে, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে পাকিস্তান৷

[কুলভূষণ ইস্যুতে ফের মুখোমুখি ভারত-পাক, কড়া বার্তা দিল্লির ]

Advertisement

মুম্বই হামলা থেকে শুরু করে পাঠানকোট বা উরি৷ একের পর এক নাশকতার ক্ষেত্রে উঠে এসেছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম৷ প্রত্যেকবার পাকিস্তানের হাতে যথাযথ প্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি৷ এমনকী, আন্তর্জাতিক মহলেও পেশ করা হয়েছে সেই সমস্ত প্রমাণ৷ কিন্তু দোষীদের শাস্তি দেওয়া তো দূরের কথা, প্রত্যেকবারই সন্ত্রাসবাদ ইস্যু এড়িয়ে গিয়েছে ইসলামাবাদ৷ তারা মানতেই চায়নি, ওই দেশের মাটি আসলে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে৷ সেখানে খেয়ে-পড়ে-বেঁচে থেকে পড়শি দেশে নাশকতার ছক কষছে মাসুদ আজহার, হাফিজ সইদরা৷ এবারও অবস্থার কোনও পরিবর্তন হল না৷ এবারও একই সুর শোনা গেল পাক প্রধানমন্ত্রীর গলাতে৷ এবারও জঙ্গি যোগের কথা অস্বীকার করলেন তিনি৷ উলটে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইমরান৷ জানালেন, ভারত হামলা করলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান৷ তাদের কাছে আর কোনও বিকল্প পথ খোলা থাকবে না৷ তারাও প্রত্যাঘাত করবে৷

[ভারতীয় সেনার পরাক্রমে নাস্তানাবুদ জইশ, নয়া কৌশল জঙ্গিদের]

পুলওয়ামায় জইশ জঙ্গিদের হানায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার প্রথম মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী৷ নিজেদের দোষ ঢাকতে একাধিক সাফাই গাইলেন ইমরান৷ তিনি বলেন, ‘‘একটা স্থিতিশীল অবস্থার দিকে দু’দেশের সম্পর্ককে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান৷ আমার নিজেরাই বারবার নাশকতার শিকার হচ্ছি৷ তবে কেন আমরা এই কাজ করব?’’ এই ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই ইমরান সরকারকে কূটনৈতিক ভাবে যথেষ্ট চাপে রেখেছে নয়াদিল্লি৷ সূত্রের খবর, ইসলামাবাদের সঙ্গে সবরকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্র৷ যার প্রথম ধাপে, পাকিস্তানের থেকে কেড়ে নেওয়া হয়েছে ‘মোস্ট ফেভারড নেশনের’ তকমা৷ এবং পাকিস্তান থেকে আমদানি করা সমস্ত পণ্যের শুক্ল বাড়িয়ে ২০০ শতাংশ করে দেওয়া হয়েছে৷ এমনকী, পাকিস্তানকে একঘরে করতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির সঙ্গেও কথাবার্তা শুরু করেছে নয়াদিল্লি৷ এমত পরিস্থিতিতে এদিন কেন্দ্রের মোদি সরকারের উপরেও ক্ষোভ উগড়ে দেন পাক প্রধানমন্ত্রী৷ তিনি জানান, ভারতে আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই পাকিস্তানের উপর দোষারোপ করছে নয়াদিল্লি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement