সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গদি হারাতে পারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। বিপদ আরও বাড়িয়ে সেই প্রস্তাবে সায় রয়েছে শাসকদলেরই একটা বড় অংশের। আর এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে এবার সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার দরবারে হাজির হয়েছেন প্রাক্তন ক্রিকেটার।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। বৈঠকে অনাস্থা প্রস্তাব থেকে শুরু করে বলোচিস্তানে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে চলা ‘ওআইসি’ বা ইসলামিক দেশগুলির বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের বিষয় নিয়েও আলোচনা করেছেন তাঁরা। পাক বৈদ্যুতিন চ্যানেল ক্যাপিট্যাল টিভির দাবি, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ দেশের শাসকদলের বহু নেতা অধীর আগ্রহে ইংরান খান ও সেনাপ্রধান বাজওয়ার আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন। কারণ, এই আলোচনার মধ্যমেই ফের সেনার নেকনজরে আসার চেষ্টা করছেন ইমরান। আর সর্বশক্তিমান পাক সেনাবাহিনীর হাত মাথায় না থাকলে সরকার বাঁচাতে পারবেন না ইমরান।
তাৎপর্যপূর্ণ ভাবে, ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে বসানোর নেপথ্যে যে পাক সেনা তা কারণ অজানা নেই। দুর্নীতি দমন ও নতুন পাকিস্তান গড়ার প্রতিশ্রুতিতে মসনদে বসলেও ইমরানের শাসনকালে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয় দেশ। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থায় শোচনীয় হয়ে যাওয়ার জন্য সাধারণ পাক নাগরিক তাঁর দিকেই আঙুল তুলেছেন। গত মাসেই মুদ্রাস্ফীতির নয়া নজির গড়েছিল পাকিস্তান। ইমরানের খানের আমলে মুদ্রাস্ফীতি ভেঙে দিয়েছে ৭০ বছরের রেকর্ড। সমস্ত খাবারের দাম বেড়েছে দ্বিগুণ। এর মধ্যে অন্যতম ঘি, পোলট্রি, তেল ও ময়দাজাত খাবার। বিদেশনীতি থেকে শুরু করে বিরোধীদের সঙ্গে সংঘাত নিয়েও ক্রমে সেনার বিষনজরে পড়েছেন ইমরান।
উল্লেখ্য, চলতি মাসেই গত মঙ্গলবারই পাক সংসদে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। যদিও সেই সময় স্পিকার কার্যালয়ে উপস্থিত না থাকায় ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটেই প্রস্তাব জমা করা হয়। উল্লেখ্য, গত বারের মার্চেও ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তবে সেবার ১৭৮টি ভোট পেয়ে গদি হারাতে হারাতে বেঁচে যান ইমরান। প্রয়োজনীয় চেয়ে ৬টি ভোট বেশি পেয়েছিল তাঁর সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.