ইমরান খান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করলেন ইমরান খান ৷ আগামী ১১ আগস্ট শপথ নিতে চলেছেন তিনি৷ ৩৪২ আসন বিশিষ্ট পাক পার্লামেন্ট বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচন হয় গত ২৫ জুলাই৷ লড়াই হয় মোট ২৭২টি আসনে। ৭০টি আসন সংরক্ষিত থাকে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনও রাজনৈতিক দলকে পেতে হত ১৩৭ টি আসন। ওই নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পায় ১১৫টি আসন৷ তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে নওয়াজ শরিফের দল পিএমলএন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। পিএমলএনের দখলে রয়েছে ৬৪টি আসন৷ ৪৩টি আসন পেয়েছে বেনজির ভুট্টোর পিপিপি।
নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সরকার গঠনের জন্য যথেষ্ট আসন নেই ইমরান খানের দলের ঝুলিতে৷ সরকার গঠনের জন্য আরও ২২টি আসন দরকার পিটিআই-র৷ ওই আসন জোগাড়ের জন্য অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধতে হবে পিটিআই-কে৷ জোটের ইঙ্গিত নিয়ে ইতিমধ্যেই ছোট ও স্বাধীন দলগুলির সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ৷
পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট৷ তার আগেই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ইমরান খান, রবিবারই একথা ঘোষণা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা নইমুল হক৷ তিনি জানান, বিভিন্ন ছোট ছোট দল ও নির্দল প্রার্থীদের কাছে যেতেও শুরু করেছেন দলের প্রতিনিধিরা৷ কারণ সরকার গঠনের জন্য গাঁটছড়া বাঁধতেই হবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে৷ এরই মাঝে সোমবার ‘রেডিও পাকিস্তান’-এ শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেন ইমরান খান৷ পিটিআই-র প্রত্যেক সদস্যই চেয়েছিলেন ১৪ আগস্টের আগেই শপথ গ্রহণের পর্ব শেষ হোক৷ সেই অনুযায়ী এই সিদ্ধান্ত বলেও জানান ইমরান৷
ইমরান খান আরও বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করব৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.