Advertisement
Advertisement

ফের বিয়ে করছেন ইমরান খান!

সত্যি মিথ্যে যাই হোক, ইমরানের নিজের মুখেই যখন তাঁর বিয়ের ইঙ্গিত দিয়েছেন তখন জল্পনা তো হবেই৷

Imran khan hints his third marriage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 7:24 pm
  • Updated:November 20, 2016 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এবারে হলে হ্যাট্রিক করে ফেলবেন৷ তবে ক্রিকেটের ময়দানে নয়, জীবনের রঙ্গমঞ্চে৷ নিজেই দিলেন এমন ইঙ্গিত৷ দিলেন একসময়ের পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান নাকি ফের নিকাহ করতে পারেন৷ তবে প্রাত্রীটি কে তা এখনও রহস্য৷

গিয়েছিলেন লন্ডনে, বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে৷ সেখানেই নাকি নিজের তৃতীয় বিয়ের ইঙ্গিত দেন ইমরান৷ কিছুটা কৌতুক করে বলেন, তিনি নাকি বিয়ে নিয়ে কোনও সুপরামর্শ দিতে পারবেন না৷ কারণ এক্ষেত্রে তাঁর বিশেষ ভাল রেকর্ড নেই এমনকি বিয়ের রেকর্ড ৩-এর কোটাও ছুঁতে পারে বলে মন্তব্য করেন তিনি৷ এমনকি তৃতীয় বার বিয়ের বিষয়টা আগের থেকে আরও অনেক বেশি খোলামেলা হয় বলেও মন্তব্য করেন তিনি৷

Advertisement

প্রসঙ্গত, এই পাক তারকা ক্রিকেটারের প্রথমা স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকে কে তিনি বিয়ে করেন ১৯৯৫ সালে৷ পরে সে বিয়ে ভেঙে যায়৷ ২০১৫-তে ইমরান নিকাহ করেন রেহাম খানকে৷ ইমরানের তৃতীয় বিয়ের ইঙ্গিত শুনে অনেকেই সেটা নিয়ে মজা করতে থাকেন৷ লন্ডনে ওই বন্ধুর মেয়ের বিয়ের মণ্ডপ থেকেই শুরু হয়েছে ইমরানের বিয়ের জল্পনা৷ যদিও এর আগেও বহুবার ইমরানের তৃতীয় বিয়ে নিয়ে জল্পনা তৈরি হয়েছে পরে আবার সেগুলো ভুল প্রমানিত হয়েছে৷ তবে সত্যি মিথ্যে যাই হোক, ইমরানের নিজের মুখেই যখন তাঁর বিয়ের ইঙ্গিত দিয়েছেন তখন জল্পনা তো হবেই৷ তবে তৃতীয়বারের পাত্রীটি কে সেটা দেখার জন্য আপাতত অপেক্ষাতেই থাকতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement