Advertisement
Advertisement
Imran Khan

‘টাকা দিয়ে আমার প্রাক্তন স্ত্রীকে কিনে নিয়েছে বিরোধীরা’, বিস্ফোরক ইমরান খান

পালটা দিলেন ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান।

Imran Khan hints his 2nd wife Reham Khan was paid by enemies | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 1, 2022 11:21 am
  • Updated:May 1, 2022 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান (Imran Khan) যত কোণঠাসা হয়েছেন, ততই বেড়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী রেহাম খানের আক্রমণের ঝাঁজ। ইমরানকে সমকামী, নপুংসক কোনওকিছুই বলতে ছাড়েননি রেহাম। এতদিন দ্বিতীয় স্ত্রীর সব অভিযোগ নিয়ে নীরবই ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ক্ষমতা হারানোর পর রেহামকে পালটা দেওয়া শুরু করলেন ইমরান। তবে শুধু রেহাম নন (Reham Khan) ইমরানের নিশানায় ছিলেন তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও (Jemima Goldsmith)। ইমরানের অভিযোগ, তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের বিরোধী দলগুলি তাঁর দুই প্রাক্তন স্ত্রীকে টাকা দিয়ে কিনে নিয়েছে।

শনিবার এক জনসভায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বিরোধীদের তোপ দেগে বলেন, “এরা তারাই যারা ২০১৮ নির্বাচনের আগে টাকা দিয়ে আমার নামে বই লিখিয়েছিল। আবার এরাই এখন নতুন করে আমার প্রাক্তন স্ত্রীকে টাকা দিয়ে আমার নামে বাজে কথা বলাচ্ছে।” প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দাবি, অতীতে যেভাবে বেনেজির ভুট্টোকে (Benazir Bhutto) ফাঁসানোর চেষ্টা করেছিল শরিফ মাফিয়ারা, ঠিক সেভাবেই তাঁকেও ফাঁসানোর জন্য দুই প্রাক্তন স্ত্রী’কে আসরে নামিয়েছে বিরোধীরা।

[আরও পড়ুন: সৌদি মসজিদে পাক প্রধানমন্ত্রী শাহবাজকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, ভাইরাল ভিডিও]

পাক (Pakistan) প্রধানমন্ত্রীর এই মন্তব্যে তাঁর দ্বিতীয় স্ত্রী রেহাম খান ফের ফুঁসে উঠেছেন। তাঁর কটাক্ষ বিয়ে করার জন্যও তাঁকে টাকা দেওয়া হয়েছিল। ইমরানকে তীব্র আক্রমণ করে তাঁর টুইট,”দয়া করে ওঁকে জিজ্ঞাসা করুন, ওকে বিয়ে করার জন্য আমাকে কত টাকা দেওয়া হয়েছিল? একবছর ধরে ওকে সহ্য করার জন্যই বা আমাকে কত টাকা দেওয়া হয়েছিল? আমাকে একটানা তাড়া করে বেড়ানোর জন্য তিনিই বা কত টাকা পেয়েছেন?” এরপরই রেহামের কটাক্ষ, ইমরান প্যারানোয়া রোগে আক্রান্ত।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদ থেকে দাদা মাহিন্দাকে সরাচ্ছেন গোতাবায়া, অন্তর্বর্তী সরকারের পথে শ্রীলঙ্কা]

প্রসঙ্গত, ইমরান খানের ব্যক্তিগত জীবন রীতিমতো ঘটনাবহুল। ইতিমধ্যেই বার তিনেক বিয়ে করে ফেলেছেন তিনি। প্রথমা স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথকে কে তিনি বিয়ে করেন ১৯৯৫ সালে৷ পরে সে বিয়ে ভেঙে যায়৷ ২০১৪-তে ইমরান নিকাহ করেন রেহাম খানকে৷ সেই বিয়ে টিকেছিল মাত্র বছর খানেক। তারপরই তৃতীয়বার বিয়ে করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বুশরা বিবির সঙ্গেই এখন রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কিন্তু রেহাম খান এখনও তাঁকে তোপ দেগেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement