Advertisement
Advertisement

Breaking News

Imran Khan

ফের মোদির প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান, নওয়াজ শরিফকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী

কেন বারবার মোদির প্রশংসা ইমরানের মুখে?

Imran Khan hails PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 22, 2022 9:24 pm
  • Updated:September 22, 2022 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের (Imran Khan) মুখে। সেদেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি মোদির প্রশংসা করলেন। দাবি করলেন, পাকিস্তান মুসলিম লিগের নেতা শরিফ যেভাবে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, তেমনটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী করেননি।

ঠিক কী বলেছেন ইমরান? তাঁর কথায়, ”যদি কোনও দেশে আইনের শাসন না থাকে, সেদেশে বিনিয়োগ আসে না। আইনের শাসন না থাকলে দুর্নীতি জাঁকিয়ে বসে। বলুন তো আর কোনও দেশের নেতার বিদেশে এত বিপুল সম্পত্তি রয়েছে? এমনকী আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকালে, প্রধানমন্ত্রী মোদির ভারতের বাইরে কত সম্পত্তি রয়েছে?”

Advertisement

[আরও পড়ুন: বাংলা মন্ত্রে পুষ্পাঞ্জলি দিলে কোনও দোষ হয়? কী বললেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী]

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও বারবার মোদির প্রশস্তি শোনা গিয়েছে ইমরানের মুখে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের মূল্য ৩০ টাকা বাড়ায় ভারতের প্রশস্তি গেয়ে শাহবাজ শরিফের সরকারকে ‘অসংবেদনশীল সরকার’ বলে তোপ দেগে মোদির প্রশংসা করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য সময়ও একই ভাবে ভারত সরকার তথা মোদির প্রশাসনকে বিপুল প্রশংসায় ভরিয়ে দিয়ে শাহবাজ সরকারকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি একই রকম রয়েছে। তবুও ইমরান কেন বারবার নয়াদিল্লির উদাহরণ টানছেন, উঠছে প্রশ্ন।

এদিকে ইমরানকে হত্যার চক্রান্তের কথা বারবার শোনা গিয়েছে। কয়েক দিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এর আগে গত জুনে ইমরানকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে শোনা গিয়েছিল। পিটিআই (PTI) নেতা ফায়াজ চৌহান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য আছে তাঁর কাছে। এরপর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনার মুখে পড়তে পড়তে বেঁচে যান তিনি।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে গণধর্ষণের পর গর্ভপাত অন্তঃসত্ত্বার , মৃত ভ্রূণ নিয়ে থানায় অভিযোগ জানাল পরিবার]

তারও আগে এক রাজনৈতিক সমাবেশে ইমরান নিজেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এবিষয়ে তাঁর কাছে কিছু ভিডিও ফুটেজ আছে বলেও দাবি করেছিলেন। যদিও সেই প্রমাণ প্রকাশ্যে আনেননি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement