সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট স্বস্তিতে ইমরান খান। বৃহস্পতিবারই তাঁর গ্রেপ্তারিকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবারই ইসলামাবাদ হাই কোর্টে হিংসায় উসকানি মামলায় জামিন পেলেন তিনি। আগামী ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ। তবে তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২১টি মামলা ঝুলছে।
এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাক সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছেন। ইমরানের জামিনের খবরে উৎসবে মেতেছেন পিটিআই কর্মীরা। গত মঙ্গলবারই তাঁকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জার্স। কিন্তু বৃহস্পতিবার পাক (Pakistan) সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। সেদেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, অবিলম্বে মুক্তি দিতে হবে পিটিআই নেতাকে। এরপর শুক্রবারই জামিন পেলেন ইমরান।
এদিকে শাহবাজ শরিফ সুপ্রিম কোর্টের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, ”আপনারা যদি এই ‘লাডলা’র প্রতি পক্ষপাতিত্ব দেখান, তাহলে দেশে গরাদের পিছনে যে সব ডাকাতরা রয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া হোক।” পাকিস্তানে ‘ন্যায়ের মৃত্যু’ হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
মঙ্গলবার ইমরানের গ্রেপ্তারির পর থেকে হাজার তিনেক পিটিআই সমর্থক গ্রেপ্তার হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ৮ সমর্থকদের। এই পরিস্থিতিতে শুক্রবার ইমরানের জামিনের খবরে পথে উৎসব শুরু করেন বহু ইমরান-সমর্থক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.