Advertisement
Advertisement
Imran Khan

‘বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যার চেষ্টা হচ্ছে’, আদালতে বিস্ফোরক ইমরান

আটদিনের জন্য হেফাজতে পাঠানো হয়েছে ইমরান খানকে।

Imran Khan fears for his life, sent to 8 days NAB custody | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 10, 2023 6:30 pm
  • Updated:May 10, 2023 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের (Imran Khan) গ্রেপ্তারিতে উত্তাল পাকিস্তান (Pakistan)। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, এহেন জটিল পরিস্থিতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অভিযোগ, বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে ইমরান বলেছেন, হেফাজতে তাঁর উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে।

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। তাঁকে আটদিনের জন্য দুর্নীতি দমন শাখার হেফাজতে পাঠিয়েছে ইসলামাবাদের আদালত। মঙ্গলবারের গ্রেপ্তারির পরে বুধবার আদালতে পেশ করা হয় ইমরানকে। সেখানেই একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফের আর্থিক তছরুপ মামলার সাক্ষী মাকসুদ চাপরাশি যেভাবে মারা গিয়েছিলেন, একই হাল তাঁরও হতে পারে বলে আশঙ্কা করেছেন ইমরান।

Advertisement

[আরও পড়ুন: আগামী মরশুমের জন্য ‘সেকেন্ড স্ট্রাইকার’ পেয়ে গেল ইস্টবেঙ্গল, ক্লেটনের সঙ্গে জুটি বাঁধছেন কে?]

আদালতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, “গত ২৪ ঘণ্টায় আমাকে একবারও শৌচাগারে যেতে দেওয়া হয়নি। মনে হচ্ছে আমারও মাকসুদ চাপরাশির মতোই হাল হবে। ওকে একটা বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়া হত। তার ফলে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। আমারও মনে হয়, একই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে।”

ইমরানকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখার অনুমতি চেয়েছিল ন্যাব। তবে আপাতত আটদিনের জন্য হেফাজতে থাকবেন পাক প্রধানমন্ত্রী। আদালতে তিনি বলেছেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসককে যেন হেফাজতে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়। তবে ইমরানের এই আবেদন গ্রাহ্য হয়েছে কিনা, তা জানা যায়নি।

[আরও পড়ুন: সূর্যর ইনিংসে মোহিত সৌরভ, মহারাজকীয় টুইটে কোহলির ছায়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement