Advertisement
Advertisement
Imran Khan

ভোটে লড়তে পারবেন না ইমরান খান, বড় রায় নির্বাচন কমিশনের

ইমরানের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Imran Khan disqualified on gifts case, can not compete in election for five years | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 21, 2022 3:55 pm
  • Updated:October 21, 2022 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেলেন ইমরান খান (Imran Khan)। আগামী পাঁচ বছর কোনও নির্বাচনে লড়তে পারবেন না তিনি। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন এই রায় দিয়েছে। ক্ষমতায় থাকাকালীন অন্যান্য দেশের নেতাদের থেকে বেশ কিছু উপহার নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই উপহারগুলির বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে পাঁচ বছরের জন্য শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ইমরানের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

পাকিস্তানের নিয়ম অনুযায়ী, সরকারের প্রধানরা যদি বিদেশি ব্যক্তিদের থেকে বহুমূল্য উপহার পান, তাহলে সেটি ‘তোষাখানা’তে রাখতে হবে। তবে সেই তোষাখানা থেকে উপহার বিক্রিও করা যায়। ইমরানের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, বিদেশি উপহার বিক্রি করার তথ্য গোপন করেছেন তিনি। একই অভিযোগ উঠেছে ইমরানের স্ত্রীয়ের বিরুদ্ধেও। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ইমরান খানকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময়ও প্রকাশ্যে এসেছিল তোষাখানা সংক্রান্ত অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে শামিল ইরানের ফৌজ! চাঞ্চল্যকর দাবি আমেরিকার]

এই অভিযোগ নিয়েই শুক্রবার রায় ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন (Election Commission of Pakistan)। উপস্থিত সদস্যরা একমত হয়ে সিদ্ধান্ত নেন, আগামী পাঁচ বছরের জন্য কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান খান। সেই সঙ্গে তথ্য গোপনের অভিযোগে ফৌজদারি তদন্তও করা হবে ইমরানের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের এই রায় ঘোষণা হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন ইমরানের দলের নেতারা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাক নির্বাচন কমিশন আসলে শাহবাজ শরিফের আজ্ঞাবহ ভৃত্য। তাঁদের নির্দেশেই ইমরান খানের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অশান্তির আশঙ্কায় বিপুল পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে পাকিস্তান নির্বাচন কমিশনের অফিসের সামনে। অন্যদিকে, সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ করার অনুরোধ করেছেন ইমরানের দলের নেতারা। প্রসঙ্গত, গত রবিবারেই পাকিস্তানের কয়েকটি উপনির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল পিটিআই। ৭টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করেছিল ইমরানের দল। নির্বাচন এগিয়ে আনার দাবি জানিয়েছিলেন ইমরান। কিন্তু নির্বাচন কমিশনের এমন রায়ের ফলে নিঃসন্দেহে চাপে পড়ে যাবে ইমরানের দল, তা বলাই বাহুল্য। উপনির্বাচনে জয় পেয়ে যে আশা জাগিয়েছিলেন ইমরান, তাও বড় সড় ধাক্কা খেল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না করলেও নির্বাচনী প্রচারে কিন্তু অংশ নিতে পারবেন ইমরান।

[আরও পড়ুন: রক্তে লাল নীল নদ, সুদানে জাতিগত সংঘর্ষে নিহত অন্তত ১৭০]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement