সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি৷ এবার ফোন করলেন৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়া ভাবী প্রধানমন্ত্রী মোদিকে এবার সরাসরি শুভেচ্ছা জানালেন ইমরান খান৷ পাক প্রধানমন্ত্রী জানালেন, দক্ষিণ এশিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ওই অঞ্চলের উন্নতিসাধনের উদ্দেশ্যে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায় পাকিস্তান৷
[ আরও পড়ুন: নেই খাবার-পানীয় জল, মাঝসাগরে জাহাজে আটকে দুই ভারতীয়]
গত ২৩ মে মোদি সুনামির জেরে ১৭তম লোকসভা নির্বাচনে আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷ ক্ষমতায় ফিরেছে এনডিএ। আর এই অভূতপূর্ব সাফল্যের জন্য গত বৃহস্পতিবারই ভারতের প্রধানমন্ত্রীকে টুইটারে অভিনন্দন জানান ইমরান। টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, “এই নির্বাচনী সাফল্যের জন্য নরেন্দ্র মোদি, বিজেপি ও তাদের সহযোগীদের অভিনন্দন। আশা করছি দক্ষিণ এশিয়ার শান্তি, উন্নয়ন ও উন্নতির জন্য আমরা একসঙ্গে কাজ করব।” মুখে একসঙ্গে কাজের কথা বললেও, পাক প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কূটনৈতিক মহল৷
[ আরও পড়ুন: মোদি ফিরতেই ত্রস্ত দাউদ, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের ]
কারণ, ‘নতুন পাকিস্তান’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮-তে ক্ষমতায় আসেন ইমরান খান৷ ভারত প্রসঙ্গে বলেন, ‘‘নয়াদিল্লি এক পা এগোলে, আমি দু’পা এগোব৷’’ কিন্তু বাস্তবে এর উলটোই হয়৷ মুখে সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও, আদতে সযত্নে জঙ্গিদেরই লালন পালন করে চলেছে পাকিস্তান৷ সেজন্যই পুলওয়ামার মতো ভয়াবহ জঙ্গি হানায় জইশ প্রধান মাসুদ আজহারের যোগ মানতে চায়নি পাক সরকার৷ ভোট প্রচারই হোক বা প্রথম ভাষণ, মৌখিক ভাবে বারবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার বার্তা দিয়েছেন ইমরান খান৷ কিন্তু প্রধানমন্ত্রীর কুরসিতে জাঁকিয়ে বসেই নিজের প্রতিশ্রুতি ভুলে যান বিশ্বখ্যাত প্রাক্তন এই পাক ক্রিকেটার৷ অন্য সরকারের মতোই পাক সেনা, আইএসআই-এর হাতের পুতুলে পরিণত হয় ইমরানের সরকার৷ সে কারণেই, আন্তর্জাতিক মহলের চাপের মুখেও সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়ায় তারা৷ অস্বীকার করে পুলওয়ামা জঙ্গি হানায় জইশ প্রধান মাসুদ আজহারের যোগও৷
MEA: PM Modi in his telephonic conversation with Pak PM Imran Khan stressed that creating trust and an environment free of violence and terrorism were essential for fostering cooperation for peace, progress and prosperity in the region. https://t.co/pZrZunmAs8
— ANI (@ANI) May 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.