Advertisement
Advertisement

Breaking News

‘শান্তির দূত’ সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান

টেনে আনলেন কাশ্মীর ইস্যু৷

Imran Khan backs Navjot Singh Sidhu over Pak visit
Published by: Tanujit Das
  • Posted:August 21, 2018 8:04 pm
  • Updated:August 21, 2018 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম বিতর্কের মাঝে ‘পরম বন্ধু’ তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর সমর্থনে এগিয়ে এলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ‘শান্তির দূত’ বলে সম্বোধন করে, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্যও ধন্যবাদ জানান বিশ্বজয়ী প্রাক্তন পাক অধিনায়ক৷ পাশাপাশি আক্রমণ শানান সিধুর সমালোচকদের প্রতি৷

[৫০ কোটিতে রাজকীয় বিমান! খদ্দের খুঁজছে কাতারের রাজপরিবার]

Advertisement

ইমরান খানের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান থেকেই সিধুকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়৷ এই বিষয়ে মঙ্গলবার প্রথম মুখ খোলেন ইমরান খান৷ বন্ধুকে সমর্থন জানিয়ে জানান, ভারত থেকে শান্তির বাণী নিয়ে পাকিস্তানে গিয়েছেন নভজ্যোৎ সিং সিধু৷ দুই দেশের মধ্যে তৈরি হওয়া বিবাদ মেটানোই তাঁর একমাত্র লক্ষ্য৷ এরপরেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সমালোচকদের একহাত নেনে তেহরিক-ই-ইনসাফ প্রধান৷ অভিযোগ করেন, যাঁরা সিধুর সমালোচনায় মুখর হয়েছেন তাঁরা আসলে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব মেটানোর পক্ষপাতী নন৷ তাঁরা কোনও মতেই উপমহাদেশে শান্তির পরিবেশ বজায় রাখতে চান না৷ এখানেই শেষ নয়, এদিন কাশ্মীর ইস্যুতেও মুখ খোলেন পিটিআই প্রধান৷ বলেন, একমাত্র কথাবার্তার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব৷ এরজন্য ভারত ও পাকিস্তানকে এগিয়ে আসতে হবে৷

[OMG! মাত্র ২ কেজি মাংস কিনতে এত টাকা দিতে হয় এই দেশে!]

উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তানের তখতে বসেন ইমরান খান৷ ‘পরম বন্ধু’ ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যান পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা সিধু৷ সেখানে পাক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার এবং সমগ্র অনুষ্ঠানে তিনি বসে থাকেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে৷ এরপর, মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ বিভিন্ন স্থানে পোড়ানো হয় সিধুর কুশপুতুল৷ আক্রমণ নেমে আসে বিভিন্ন দিক থেকে৷ তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলাও৷ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের মাথার দাম পাঁচ লাখ টাকা ধার্য করে বজরং দল৷ তাঁর সমালোচনায় মুখ হয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement