Advertisement
Advertisement

Breaking News

লজ্জা! ভারতের প্রত্যাঘাতে পাক সংসদে বিরোধীদের নিশানায় ইমরান

মোদির জমানায় সংকটে পড়েছে পাকিস্তানের অস্তিত্ব, স্বীকার করল ইমরানের দল৷

 Imran Govt. is under pressure after India strikes back
Published by: Tanujit Das
  • Posted:February 26, 2019 3:35 pm
  • Updated:February 26, 2019 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিঃ…ছিঃ…ছিঃ লজ্জা! অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর সংসদে ঠিক এই ভাষাতেই পাক সরকারের সমালোচনা করল বিরোধীরা৷ তাঁদের অধিকৃত জমিতে ঢুকে যখন পরাক্রম দেখালেন ভারতীয় জওয়ানরা, তখন কী করছিল পাক সেনা? পার্লামেন্টে এই প্রশ্নই তুললেন বিরোধীরা৷ এমনকী ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা সৈয়দ ফাখার ইমানও স্বীকার নিলেন, মোদির জমানায় পাকিস্তানের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে৷

[বিমান চালাতে চালাতেই ককপিটে ঘুম! আতঙ্কের ছবি ভাইরাল ]

Advertisement

মার্চ মাসের শুরুতেই আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠক৷ নন-ইসলামিক দেশ হিসাবে প্রথম সেই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত৷ জানা গিয়েছে, পাক সংসদে সেই বৈঠক বয়কটেরও রব উঠে৷ সেদেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ দাবি করেন, যেহেতু ভারত সেখানে অংশগ্রহণ করবে, তাই ইমরান সরকারের উচিত বৈঠকে হাজির না থাকা৷ পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার পর থেকে এতদিন কূটনৈতিক ভাবে ইসলামাবাদকে চাপের মুখে রেখেছিল নয়াদিল্লি৷ পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷ জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার দেশের মাটিতেও চরম ক্ষোভের মুখে পড়ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সূত্রের খবর, ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি৷ জাপান সফর বাতিল করেছেন সেদেশের বিদেশমন্ত্রী শাহ কুরেশি৷ কার্যত ছন্নছাড়া হয়ে গিয়েছে পাক সরকার৷

[পাকিস্তানকে শেষ করে দেবে ভারত, ইমরানকে সাবধান করলেন মুশারফ]

পুলওয়ামার হামলার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ পাক জঙ্গিদের নাশকতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাষ্ট্রপ্রধানদের সামনে পেশ করেছিলেন সুষমা স্বরাজ৷ জানা গিয়েছে, মঙ্গলবারের সার্জিক্যাল স্ট্রাইকের পর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছেন বিদেশ সচিব বিজয় গোখলে৷ স্ট্রাইকের সম্পূর্ণ বিবরণ তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement