Advertisement
Advertisement

ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি আমেরিকার

ইসলামাবাদকে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করার নির্দেশ ওয়াশিংটনের৷

Published by: Tanujit Das
  • Posted:February 15, 2019 2:22 pm
  • Updated:February 15, 2019 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আমেরিকা৷ এরপরেও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে, ইসলামাবাদকে চরম ফল ভুগতে হবে৷ সরাসরি এই বার্তা দিয়েছে হোয়াইট হাউস৷ পাশাপাশি, ভারতকে সব রকমের সহায়তারও আশ্বাস দিল ওয়াশিংটন৷

[পাকিস্তানের মদতেই উরির সিক্যুয়েল, নেপথ্যে পাক সেনাপ্রধান ]

Advertisement

জঙ্গি দমনে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য একাধিকবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা৷ কিন্তু তাতেও তেমন কোনও কাজ হয়নি৷ বরং  দেশের মাটিকে একপ্রকার জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলেছে ইসলামাবাদ৷ জঙ্গি মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমদের আজও কোলেপিঠে করে লালনপালন করছে পাক সেনা ও আইএসআই৷ এমনকী, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুক্রবারও, পুলওয়ামার দায় অস্বীকার করেছে তারা৷ মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, তাঁদের কাছে আগেই তথ্য ছিল যে, নাশকতার জন্য ব্যাকুল হয়ে উঠতে পারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ সে কারণে এই হামলার একদিন আগে অর্থাৎ বুধবার, প্রবাসী মার্কিনীদের পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল ওয়াশিংটন৷ তাঁদের অনুমান ছিল যে, নাশকতার জন্য স্কুল, কলেজ, পর্যটনস্থল, জনবহুল এলাকাগুলি বেছে নিতে পারে জঙ্গিরা৷ হামলার টার্গেট হতে পারে প্রবাসী মার্কিন নাগরিকরা। তাই প্রবাসী নাগরিকদের আগে থেকেই সতর্ক করা হয়৷ নির্দেশ দেওয়া হয় সর্বদা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষার৷ নিষেধাজ্ঞা জারি করা হয় পাকিস্তানের একাধিক সংবেদনশীল এলাকায় সফরের উপরও৷ নিষেধাজ্ঞা জারি হয়, বালোচিস্তান, খাইবার-পাখতুনখোয়া প্রদেশ এবং FATA অঞ্চলে সফর নিয়ে৷ কিন্তু পাকিস্তানে নয়, রাওয়ালপিণ্ডির মদতপুষ্ট জঙ্গিদের ‘কাপুরুষোচিত’ হানায় বৃহস্পতিবার রক্ত ঝড়ল কাশ্মীরে৷ শহিদ হলেন ৪৯ জন ভারতীয় জওয়ান৷

[দুই জইশের পৃথক হানায় রক্তাক্ত ইরান-কাশ্মীর, দায় ঝাড়ল পাকিস্তান]

কেবল আমেরিকাই নয়, শুক্রবার পাকিস্তানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে৷ কিন্তু কোনওভাবেই তাঁদের এই চেষ্টা সফল হবে না৷ এই হামলায় দেশ থেমে যাবে না৷ যোগ্য জবাব দেওয়া হবে৷ সেনার উপর আমাদের সকলের পূর্ণ আস্থা রয়েছে৷ দোষীরা শাস্তি পাবেই৷’’ সূত্রের খবর, জঙ্গি মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷ ইতিমধ্যেই তাদের কাছ থেকে ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা কেড়ে নেওয়া হয়েছে৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনাও করছে নয়াদিল্লি৷ বিশ্বের শক্তিধর সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রককে৷ যাতে পাকিস্তানকে সম্পূর্ণভাবে একঘরে করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement