সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাল (Rice) রপ্তানি নিষিদ্ধ করেছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ ভারত। আবহাওয়ার খামখেয়ালিপনায় স্থানীয় বাজারে লাফিয়ে বেড়েছে দাম। এই পরিস্থিতিতে গত ২০ জুলাই নন-বাসমতী সাদা চাল (Non-basmati white rice) রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারত চাল রপ্তানি বন্ধ করায় বিশ্বব্যাপী খাদ্যসংকট তৈরি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে আইএমএফ (IMF) জানাল, তারা ভারতকে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করবে। আন্তর্জাতিক আর্থিক সংস্থার দাবি, ভারতের সিদ্ধান্তে গোটা বিশ্বের মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলবে।যা নিয়ে তারা উদ্বিগ্ন।
আন্তর্জাতিক বাজারে সিংহভাগ (৯০ শতাংশ) চাল রপ্তানি করে থাকে ভারত-সহ এশিয়ার দেশগুলি। ফলে ভারতের এই সিদ্ধান্তে দেশে চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে চালের দাম অনেকটাই বেড়ে যাবে। বিশ্ব বাজারে একাই ৪০ শতাংশ চাল রপ্তানি করে থাকে ভারত। কমবেশি ১০০টি দেশ ভারতের এই খাদ্যশস্য কেনে। এর মধ্যে সবচেয়ে বড় ক্রেতা চিন, বেনিন, সেনেগাল, টোগো ইত্যাদি দেশগুলি।ভারতের সিদ্ধান্তের ফলে ৮০ শতাংশ চাল রপ্তানি আটকে গিয়েছে। এই বিষয়টি নিয়েই চিন্তায় পড়েছে আইএমএফ।
উল্লেখ্য, আমেরিকা, কানাডা থেকে ব্রিটেন, ফ্রান্স। ইতিমধ্যে এক মুঠো গরম ভাতের জন্য হাহাকার পড়ে গিয়েছে। ভারত থেকে চাল রপ্তানি বন্ধ হওয়ায় বেজায় বিপাকে প্রবাসী ভারতীয়রাও। চাল কিনতে ডিপার্টমেন্টাল স্টোরগুলির সামনে পড়ছে লম্বা লাইন। ১০-১৫ বস্তা করে চাল মজুত করছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.