সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই শোনা গিয়েছিল হামাসের সঙ্গে নাকি আলোচনায় বসেছে আমেরিকা। জঙ্গিগোষ্ঠীর হাতে যেসমস্ত মার্কিন নাগরিক বন্দি রয়েছেন, তাঁদের ছাড়ানো নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। এই খবরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। এবার হামাসকে অন্তিম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, “হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো।” পাশাপাশি পণবন্দিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় ‘ধ্বংসলীলা’ চালানোরও হুঙ্কার দিয়েছেন তিনি।
এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। হামাসের ডেরা থেকে মুক্তি পাচ্ছে ইজরায়েলের বন্দিরা। সেই তালিকায় রয়েছে অন্যান্য দেশের নাগরিকরাও। বদলে তেল আভিভ জেলবন্দি প্যালেস্তিনীয়দের ছেড়ে দিচ্ছে। জানা গিয়েছে, জেহাদিদের হাত বেঁচে আসা বন্দিদের সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটিকে চরম হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আর দেরি নয়। এখনই সমস্ত বন্দিদের ছেড়ে দাও। যাঁদের তোমরা মেরে ফেলেছ তাঁদের দেহও দ্রুত ফেরত দাও। আর নাহলে ফল ভোগ করার জন্য তৈরি থাকো। এবার সব কিছু তোমাদের উপর। এটাই তোমাদের শেষ সুযোগ। এখনই গাজা ছেড়ে চলে যাও।’ এছাড়া এর পরিণতি যে গাজার জন্যও ভয়ংকর হবে সেকথাও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
এদিকে, শোনা যাচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরেই দোহায় মার্কিন পণবন্দিদের মুক্তি নিয়ে আলোচনা হচ্ছে হামাস ও ইজরায়েলের মধ্যে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে সেভাবে কোনও তথ্য ছিল না আমেরিকার ‘বন্ধু’ ইজরায়েলের কাছে! ১৯৯৭ সালে হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে আমেরিকা। তার আগে বা পরে কখনই হামাসের সঙ্গে এক টেবিলে আলোচনা করতে বসেনি মার্কিন প্রশাসন। এই প্রথমবার হামাসকে আক্রমণ না করে তাদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার পথে হাঁটল আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক দুপক্ষের দুই আধিকারিকের বক্তব্যের ভিত্তিতে একটি রিপোর্ট পেশ করেছে Axios। সেখানেই বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত অ্যাডাম বোয়েলার পণবন্দি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন হামাস নেতৃত্বের সঙ্গে।
দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছিল সাম্প্রতিক ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির চুক্তিতে। কিন্তু দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষি চলছে দুপক্ষে। ইজরায়েল জানিয়েছিল, যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোয় তাদের আপত্তি নেই। সেক্ষেত্রে প্রথমদিনই হামাসকে পণবন্দিদের অর্ধেককে মুক্তি দিতে হবে, এই ছিল শর্ত। এরপর স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে দুই দেশ একমত হলেই বাকিদের মুক্তি দিতে হবে। কিন্তু এতে রাজি হয়নি হামাস। এহেন পরিস্থিতিতে এবার তাদের অন্তিম হুঙ্কার দিলেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.