Advertisement
Advertisement

Breaking News

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত বহু

ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো পাকিস্তান৷

IED blast in Pakistan kills 12, injures many
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 11:48 am
  • Updated:January 21, 2017 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠল পাকিস্তান৷ শনিবার সকালে পাকিস্তানের কুররাম এজেন্সির একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে৷ পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১২ জনের৷ আহত শতাধিক৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, সকাল প্রায় ৮টা ৫০ নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ ঈদগাহ বাজারে ঘটা বিস্ফোরণের পিছনে তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাক সেনা৷ ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা৷ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত কুররাম এজেন্সি, তালিবান জঙ্গিদের চারণভূমি৷ উত্তর ওয়াজিরিস্তানে ২০১১ সালে তালিবানের বিরুদ্ধে অপারেশন জারব-ই-আজাব শুরু করে পাকিস্তানি সেনা৷ তারপর থেকেই ক্রমাগত জঙ্গি হামলার নিশানায় কুররাম এজেন্সি৷

(পাকিস্তানে জোড়া বিস্ফোরণে মৃত ১০)

সন্ত্রাস নিয়ে দু’মুখো নীতির খেসারত এবার দিতে হচ্ছে ইসলামাবাদকে৷ আইএসআই ও পাক সেনার মদতপুষ্ট তালিবানি জঙ্গিরাই আজ ইসলামাবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে৷ উল্লেখ্য, তেহরিক-ই-তালিবানের লাগাতার জঙ্গি হানায় বহুবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান৷ ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ১৩২ জন নিরীহ ছাত্রকে হত্যা করেছিল জঙ্গিরা৷

Advertisement

পাকিস্তানের ছত্রছায়ায় বিলাসবহুল জীবন কাটাচ্ছে মুজাহিদিন জঙ্গি নেতা

ভারতে হামলা চালাতে জঙ্গিদের এক কোটি টাকা ‘ইনাম’ পাকিস্তানের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement