Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: আফগানিস্তানের ভূমিকম্পে মৃত্যুমিছিল, বিশ্বকাপের সমস্ত উপার্জন দানের সিদ্ধান্ত রশিদের

মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।

ICC World Cup 2023: Rashid Khan donates CWC earning to people affected by Afghanistan earthquake | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 8, 2023 6:24 pm
  • Updated:October 8, 2023 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান (Afghanistan)। ইতিমধ্যেই সেদেশে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। দেশের এমন মর্মান্তিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সেদেশের ক্রিকেট তারকা রশিদ খান (Rashid Khan)। তিনি জানালেন, বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলে উপার্জন করা সমস্ত অর্থই দুর্গতদের সাহায্যে দান করবেন। এছাড়াও আফগানিস্তানকে সাহায্য করার জন্য বেশ কিছু ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন লেগস্পিনার। প্রসঙ্গত, একাধিকবার দেশের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে রশিদ খানকে।

রবিবার সকালে পরপর ভয়ংকর কম্পনে কেঁপে ওঠে আফগানিস্তান। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিমি উত্তর পশ্চিমে। ভূমিকম্পের (Earthquake) অন্তত ৭টি আফটার শকের কথা জানা গিয়েছিল। পরবর্তী কম্পনের মধ্যে সবচেয়ে কম মাত্রা ছিল ৪.৩। তালিবান প্রশাসনের তরফে জানানো হয়, মৃতের সংখ্যা ২৫০০ ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও দশ হাজার ছুঁইছুঁই। 

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েল যুদ্ধের রেশ মিশরে? পুলিশকর্মীর গুলিতে খুন ২ ইজরায়েলি পর্যটক]

এই সময়ে বিশ্বকাপ খেলতে ভারতে রয়েছেন আফগান ক্রিকেটের অন্যতম সেরা নাম রশিদ খান। শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছে আফগানিস্তান। বিদেশের মাটিতে বসেই নিজের দেশের বিপর্যয়ের খবর পান তারকা লেগস্পিনার। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “আফগানিস্তানের পশ্চিম প্রান্তে ভূমিকম্পের খবর পেয়ে আমি মর্মাহত। তাই সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ থেকে আমার সমস্ত উপার্জন দুর্গতদের সাহায্যে দান করব।” নিজের সমস্ত উপার্জন দান করার পাশাপাশি ভূমিকম্পে দুর্গতদের সাহায্যের জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করতে চান রশিদ। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। কোনও উইকেট নিতে পারেননি। 

[আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে তীর্থ করতে গিয়ে বিপত্তি, সপরিবারে আটকে রাজ্যসভা সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement