Advertisement
Advertisement

Breaking News

Anju

‘খুব কষ্টে আছি, ভারতে ফিরতে চাই’, বলছেন প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জু

কেন সুর বদলালেন ভারতীয় বধূ?

I want to come back to India,' says Anju। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 13, 2023 12:13 pm
  • Updated:August 13, 2023 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন। ধর্ম বদলে পাক (Pakistan) যুবক নাসরুল্লাকে বিয়েও করে ফেলেছিলেন তিনি। কিন্তু এবার সুর বদলালেন ভারতীয় বধূ অঞ্জু। জানালেন তিনি ভারতে ফিরতে চান। কেননা তিনি যা ভেবেছিলেন তেমনটা ঘটেনি।

ঠিক কী বলেছেন অঞ্জু? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় বধূ বলেছেন, ”আমার মন খুব খারাপ। বাচ্চাদের কথা মনে পড়ছে। আমার জন্যই আমার পরিবারকেও হেনস্তা হতে হচ্ছে।” সেই সঙ্গে অবশ্য তিনি পরিষ্কার করে দিয়েছেন, পাকিস্তানে তিনি ভালই আছেন। সকলে তাঁর খেয়ালও রাখছেন। কিন্তু পরিবারের কথা ভেবে আর এখানে মন বসছে না তাঁর। তাই ভারতে ফিরতে চাইছেন অঞ্জু।

Advertisement

[আরও পড়ুন: দেশবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আরজি, প্রোফাইল পিকচার বদলালেন মোদি]

জানা যাচ্ছে, বাড়ির মেয়ের এহেন কাণ্ডের জন্য চূড়ান্ত ভোগান্তির শিকার অঞ্জুর ভারতে থাকা পরিবার। কাজ হারিয়েছেন ভাই ও স্বামী। কার্যত ‘একঘরে’ হয়ে গিয়েছেন বাবা। তাঁর জামাকাপড় তৈরির দোকান একপ্রকার বন্ধ হওয়ার মুখে। রাগে-হতাশায় আত্মঘাতী হওয়ার হুমকিও দিয়েছেন তিনি। মেয়েকে নিয়ে বীতশ্রদ্ধ বাবা ক’দিন আগেই বলে দিয়েছিলেন, “আমাদের কাছে ও মৃত।” অঞ্জুর বিষয়ে আর কোনও খোঁজখবর নিতেও আগ্রহী হন তিনি বলে জানিয়েছিলেন।

আর এহেন পরিস্থিতিতে দেশে ফিরে সব প্রশ্নের উত্তর দিতে চান বলে জানাচ্ছেন অঞ্জু। তাঁর গলায় স্পষ্ট আফশোসের সুর, ”আমি একটা প্ল্যান করেই এখানে এসেছিলাম। একরকম ভেবে এসেছিলাম। কিন্তু অন্য রকম হয়ে গেল। তাড়াহুড়োয় আমিও ভুল করে ফেলেছি। আর সেজন্য আমার পরিবারকে হেনস্তা হতে হচ্ছে। এসব আমার জন্যই হচ্ছে। আর তাই আমি খুব কষ্টে আছি। বাচ্চাদের কাছে আমার ভাবমূর্তিই বা কী হয়েছে।”

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

অঞ্জু জানাচ্ছেন, পাকিস্তানে আসার তাঁর সিদ্ধান্ত একান্তই তাঁর ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ ছিল। কিন্তু সেটা যে এত বড় আকার ধারণ করবে তিনি বুঝতেও পারেননি। ”ভারতে ফিরতে চাই। তারপর যেটার সম্মুখীন হতে হবে সেটার মোকাবিলাও করতে চাই।” বলছেন অঞ্জু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement