Advertisement
Advertisement

Breaking News

Elon Musk

‘জানতাম না ওই সন্তান আমার’, পিতৃত্ব অস্বীকার করেও ইনফ্লুয়েন্সারকে ২০ কোটি মাস্কের!

'তুমি অত্যন্ত খারাপ মানুষ', এলনকে পালটা তোপ অ্যাশলে

I don’t know if the child is mine or not, says Elon Musk
Published by: Amit Kumar Das
  • Posted:April 1, 2025 9:13 am
  • Updated:April 1, 2025 9:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের পিতৃত্ব নিয়ে ডামাডোলের মাঝেই এবার বিস্ফোরক দাবি এলন মাস্কের। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘আমি জানতামই না ওই সন্তান আমার।’ যদিও ওই সন্তানের দেখভালেই জন্য মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারকে ২.৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকা দিয়েছেন বলে দাবি টেসলা কর্তার। পাশাপাশি ক্লেয়ারকেও বছরে ৫ লক্ষ ডলার (৪ কোটি টাকা) দিচ্ছেন বলে জানিয়েছেন এলন মাস্ক। তবে টাকা দিলেও ওই সন্তান তাঁর নিজের কিনা তা নিয়ে এখনও সন্ধিহান মাস্ক।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের এক দাবি ঘিরে শোরগোল পড়ে যায় বিশ্বে। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন, গত বছরের সেপ্টেম্বর মাসে এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যে সন্তানের বাবা এলন মাস্ক। সন্তানের গোপনীয়তার স্বার্থে এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন তিনি। তবে সংবাদমাধ্যমের চাপের মুখে বাধ্য হয়েই তা প্রকাশ করতে হল। এর পাশাপাশি নিউইয়র্কের আদালতে মাস্কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ক্লেয়ার। যেখানে আবেদন জানান, এককভাবে এই সন্তান পালনের দায়িত্ব নিতে চান তিনি। পাশাপাশি সন্তানের পিতৃত্ব পরীক্ষারও দাবি করেন।

Advertisement

এতদিন অবশ্য এই ইস্যুতে একটি বারের জন্যও মুখ খোলেননি ধনকুবের এলন মাস্ক। এমনকী সন্তানের পিতৃত্বও স্বীকার করেননি। চাপের মুখে সোমবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে এলন মাস্ক লেখেন, ‘আমি জানি না ওই সন্তান আমার কিনা। তবে ওই সন্তানের পিতা কে তা অনুসন্ধানের বিরুদ্ধে নই আমি। এই বিষয়ে কোনও আদালতের নির্দেশের প্রয়োজন নেই। কিছু না জানা সত্ত্বেও আমি ক্লেয়ারকে ২.৫ মিলিয়ন ডলার দিয়েছি এবং বছরে আরও ৫ লক্ষ ডলার দিচ্ছি।’

এদিকে মাস্কের বিবৃতির পালটা এক্স হ্যান্ডেলে ক্লেয়ার লেখেন, ‘এলন, এই সন্তান (যার নাম তুমিই রেখেছিলে) জন্মের আগেই আমি তোমায় বলেছিলাম সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য। তা তুমি করোনি। তুমি আমায় টাকা পাঠাচ্ছিলে না। এতদিন তোমার যেটুকু মনে হয়েছে তুমি সেইটুকুই পাঠাচ্ছিলে এতদিন। আমার উপর কর্তৃত্ব ফলাতে ও আমায় শাস্তি দিতে এতদিন টাকা আটকে রেখেছিলে। আসলে তুমি আমাকে নয়, নিজের সন্তানকেই শাস্তি দিচ্ছ।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমাকে ও আমার সন্তানকে দুর্নাম করতে তুমি সোশাল মিডিয়ায় লাগাতার বিরুপ মন্তব্য করে গিয়েছ। আসলে তুমি অত্যন্ত খারাপ একজন মানুষ।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub