সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ‘শান্তির বার্তা’ দিয়ে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছেন ইমরান খান৷ তাই তাঁকে শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছিল৷ শুরু হয়েছিল অনলাইন পিটিশনে সই সংগ্রহের কাজও৷ নোবেল দেওয়ার দাবি খারিজ করলেন পাক প্রধানমন্ত্রী স্বয়ং৷ টুইট করে জানালেন, ‘‘আমি শান্তি নোবেল পাওয়ার যোগ্য নই৷’’
ভালবাসার দিনে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে ওঠে উপত্যকা৷ সেনা কনভয়ে ঢুকে জইশ জঙ্গির হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ তার পালটা হিসাবে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি৷ ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে শিক্ষা না নিয়ে পরেরদিন ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে গিয়ে মিগ-২১ নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ বেশ কয়েকদিন টানাপোড়েনের পর পাক সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জানান ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে৷ সেই মতো গত শুক্রবার ভারতের বীর পুত্র দেশে ফেরেন৷
শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷ এর জন্য অনলাইন পিটিশনে সই সংগ্রহও শুরু হয়৷ টুইটার ট্রেন্ডে পরিণত হয় #NobelPrizeForImran৷ এর মাঝে সোমবার সকালে শান্তি নোবেল নিয়ে টুইট করেন পাক প্রধানমন্ত্রী৷ তিনি লেখেন, ‘‘আমি শান্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নই৷ যিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশের উন্নয়ন ঘটাতে পারবেন, সেই ব্যক্তিই এই পুরস্কার পাওয়ার যোগ্য।’’
I am not worthy of the Nobel Peace prize. The person worthy of this would be the one who solves the Kashmir dispute according to the wishes of the Kashmiri people and paves the way for peace & human development in the subcontinent.
— Imran Khan (@ImranKhanPTI) March 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.