Advertisement
Advertisement

‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই’, টুইট পাক প্রধানমন্ত্রীর

যুদ্ধ আবহে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়ায় ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷

I am not worthy of the Nobel Peace prize:Imran
Published by: Sayani Sen
  • Posted:March 4, 2019 3:24 pm
  • Updated:March 4, 2019 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ‘শান্তির বার্তা’ দিয়ে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছেন ইমরান খান৷ তাই তাঁকে শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছিল৷ শুরু হয়েছিল অনলাইন পিটিশনে সই সংগ্রহের কাজও৷ নোবেল দেওয়ার দাবি  খারিজ করলেন পাক প্রধানমন্ত্রী স্বয়ং৷ টুইট করে জানালেন, ‘‘আমি শান্তি নোবেল পাওয়ার যোগ্য নই৷’’

[বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ক্যানসার গবেষণায় নতুন পথ দেখালেন ভারতীয় বংশোদ্ভূত]

ভালবাসার দিনে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে ওঠে উপত্যকা৷ সেনা কনভয়ে ঢুকে জইশ জঙ্গির হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ তার পালটা হিসাবে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি৷ ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে শিক্ষা না নিয়ে পরেরদিন ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে গিয়ে মিগ-২১ নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ বেশ কয়েকদিন টানাপোড়েনের পর পাক সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জানান ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে৷ সেই মতো গত শুক্রবার ভারতের বীর পুত্র দেশে ফেরেন৷

Advertisement

[বেঁচে আছে জঙ্গি মাসুদ, বিবৃতি দিয়ে দাবি জইশ-এর]

শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷ এর জন্য অনলাইন পিটিশনে সই সংগ্রহও শুরু হয়৷ টুইটার ট্রেন্ডে পরিণত হয় #NobelPrizeForImran৷ এর মাঝে সোমবার সকালে শান্তি নোবেল নিয়ে টুইট করেন পাক প্রধানমন্ত্রী৷ তিনি লেখেন, ‘‘আমি শান্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নই৷ যিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশের উন্নয়ন ঘটাতে পারবেন, সেই ব্যক্তিই এই পুরস্কার পাওয়ার যোগ্য।’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement