Advertisement
Advertisement

ভারতীয় ইঞ্জিনিয়ার আলোককে বাঁচিয়ে মানবিকতার নজির এই ‘হিরো’-র

"আমি মহান নই৷" বললেন ইয়ান৷

‘I am no hero’: US youth who saved Indian engineer from gunman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 24, 2017 11:46 am
  • Updated:February 24, 2017 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মার্কিনি যখন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস এবং তাঁর সহকর্মী আলোক মাদাসানি লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়ল, তখন অপর মার্কিনিই ঝাঁপিয়ে পড়লেন দুই ভারতীয়কে সাহায্য করতে৷ একজন যখন সাক্ষাৎ যম হয়ে কেড়ে নিল এক ইঞ্জিনিয়ার শ্রীনিবাসের প্রাণ, তখন অপর ইঞ্জিনিয়ার আলোক প্রাণে বেঁচে গেলেন ক্যানসাসের যুবক ইয়ান গ্রিলটের তৎপরতায়৷

(জাতিবিদ্বেষের জের, ভারতীয় ইঞ্জিনিয়ারকে হত্যা করল মার্কিন নাগরিক)

অন্যান্য দিনের মতো দুর্ঘটনার দিনও স্থানীয় পাবে গিয়েছিলেন ইয়ান৷ কিন্তু কিছুক্ষণ পরই পাবটি রণক্ষেত্রের চেহারা নেয়৷ চোখের সামনে এক দুষ্কৃতী দুই ভারতীয়কে লক্ষ্য করে যখন এলোপাথাড়ি গুলি ছুড়ছে, তখন ভারতীয়দের সাহায্য করতে ছুটে গিয়েছিলেন ইয়ান৷ আর তারফলে গুলি লেগে তিনিও আহত হন৷ গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ সবাই যখন তাঁকে ঈশ্বরের দূত বলছেন, তখন তিনি জানান, “আমি মহান নই৷ আমার যা করা উচিত ছিল তাই করেছি৷ আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই কাজটাই করতেন৷”

Advertisement

বর্তমানে জখম আলোককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ইয়ান৷ তিনি জানিয়েছেন, “গোটা ঘটনাটাই ঠিক হয়নি৷ আর আমি চাই না এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভদ্রলোক দেশ ছেড়ে অন্যত্র চলে যান৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement