সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালানোর পর এবার ফ্লোরিডামুখী হল হারিকেন ইরমা। তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই তাণ্ডবের বলি হয়েছেন ২১ জন। ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস বলছে রবিবারের মধ্যেই মায়ামি-সহ ফ্লোরিডার উপকূলে আছড়ে পড়তে চলেছে ইরমা।
হারিকেন কবলিত এলাকাগুলোতে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। ইতিমধ্যে ক্যারিবীয় অঞ্চলে আরও দুটি ঝড় হারিকেনে রূপ নেওয়ার মতো শক্তিশালী হয়েছে।পঞ্চম ক্যাটাগরির হারিকেন ইরমা শনিবারই ভার্জিন দ্বীপপুঞ্জ ছেড়ে যাচ্ছে।
এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৯৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় ইরমার কারণে পুয়ের্তো রিকোতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয়েছে। এই ঝড়ের মধ্যে সাধারণ মানুষকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে এলাকায়। হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ৫০ হাজারেরও বেশি পর্যটক ফ্লোরিডা ছেড়ে চলে যাচ্ছেন কিউবার দিকে। ফ্লোরিডার ৫৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরতে বলা হয়েছে।
এর আগে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ক্যাটাগরি ফাইভ হারিকেন ইরমা। বারবুডা এবং অ্যান্টিগা দ্বীপে প্রথম আঘাত হানে এটি। তারপর সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, পুয়ের্তো রিকো, হাইতি, ডমিনিকান রিপাবলিক এবং কিউবায় তাণ্ডব চালায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের (এনএইচসি) স্কেলে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভির চেয়েও এটি বেশি শক্তিশালী। ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন দুটি দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্থেলেমেতেও তাণ্ডবলীলা চালিয়েছে ইরমা। দুই দ্বীপের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.