সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে মার্কিন মুলুকের ক্যারোলিনায় তাণ্ডব দেখাতে শুরু করল হ্যারিকেন ফ্লোরেন্স৷ শক্তিবৃদ্ধি করে ইতিমধ্যেই ক্যারোলিনার উত্তর ও দক্ষিণাংশে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়৷ ইতিমধ্যেই ওই এলাকা থেকে কম বেশি ১৫ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, সমগ্র এলাকায় এখন ঝোড়ো হাওয়া বইছে৷ সমুদ্রেও দেখা দিয়েছে প্রবল জলোচ্ছ্বাস৷
[পরপর ৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন, আগুনের গ্রাসে বিস্তীর্ণ এলাকা]
Important note as #Florence continues to close in on the Carolina coastline, storm surge is not just an “ocean” problem tonight. Significant surge is expected to occur in the NC inlets and rivers, some areas in excess of 9 feet! pic.twitter.com/dz5OFR3M4B
— NWS (@NWS) September 13, 2018
আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ংকর ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে হ্যারিকেন ফ্লোরেন্সকে৷ একে ‘ক্যাটাগরি-৫’ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে মার্কিন আবহাওয়া দপ্তর৷ যদিও হ্যারিকেন ফ্লোরেন্সের লড়াই করার ক্ষমতা তাঁদের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ক্যারোলিনাবাসীকে আতঙ্কিত না হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ক্যারোলিনার উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়৷ ক্যারোলিনা ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়ার বেশ কিছু এলাকায়৷ যেকোনও ধরনের দুর্ঘটনা আটকাতে তৎপর প্রশাসন৷ ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা নাগরিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত খাবার ও জলের৷ আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে সেনাকে৷
[হিন্দু ও বৌদ্ধদের যৌথ বিরোধিতা, মন্দিরে পশুবলি বন্ধ করছে এই প্রতিবেশী দেশ]
আবহাওয়াবিদদের মতে, যেকোনও ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধিতে সাহায্য করে উষ্ণতা৷ তাপমাত্রা বাড়লে শক্তিবৃদ্ধি পায় ঝড়ের৷ এক্ষেত্রে হ্যারিকেন ফ্লোরেন্সের যাত্রা পথের একটা বড় এলাকার উষ্ণতা ছিল ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ এই হ্যারিকেনের গতিপথে ছয়টি পারমাণবিক চুল্লি পড়তে চলেছে৷ সেইগুলিকে রক্ষা করা প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.