সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন বৃদ্ধিতে দাবিতে ব্রিটেনে ধর্মঘট। বুধবার দিনভর কার্যত অচল হয় লন্ডন-সহ একাধিক শহর। বন্ধ একাধিক স্কুল। দেরিতে চলছে ট্রেন, বিমান। থমকে অন্যান্য পরিষেবাও। কারণ বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছে সে দেশের শ্রমিক সংগঠনগুলি। সেই দাবি আদায়ের জন্য় বুধবার ধর্মঘটের ডাক দিয়েছিল তারা। অন্তত ৫০ হাজার সরকারি কর্মী, বাস-ট্রেন চালক, শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ বিভিন্ন স্তরের মানুষ এই বনধে শামিল হয়।
করোনা পরবর্তী সময় আর্থিক মন্দার মুখে পড়েছে ব্রিটেন। আর্থিক সংকটের জেরে আমজনতার জীবনযাত্রার মান পড়েছে। এমন পরিস্থিতিতে বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছে তারা। দাবি, কাজের পরিবেশ উন্নত করতে হবে। গত কয়েক মাস ধরে বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা দফায়-দফায় কর্মবিরতি পালন করেছে। যার জেরে ধাক্কা খেয়েছে ব্রিটিশদের দৈনন্দিন জীবনযাত্রা।
ব্রিটেন সরকারের উপর চাপ তৈরির চেষ্টা হয়েছে। এবার দিনভর ধর্মঘটের ঘোষণা করেন তাঁরা। অন্তত ৫ লক্ষ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মী, সিভিল সার্ভেন্ট, ট্রেন চালকরা এই ধর্মঘটে যোগ দেন। ধর্মঘটের জেরে বন্ধ ছিল ব্রিটেনে জাদুঘরও। কারণ সেখানকার কর্মীরাও ধর্মঘটে শামিল হন। তারপরও সরকার দাবি না মানলে, পরবর্তী সময় নার্স ও অ্যাম্বুল্যান্স চালকরাও যোগ দেবেন ধর্মঘটে, হুশিয়ারি শ্রমিক সংগঠনগুলির।
এক দশকের বেশি সময় এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি ব্রিটেনবাসীকে। গত ১০ বছরে এত বড় বনধ হয়নি সে দেশে। শেষবার ২০১১ সালে এধরনের ধর্মঘট হয়েছিল ব্রিটেনে। সেবার পেনশন নিয়ে সরকার ও কর্মচারীদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। সে বছর পাবলিক সেক্টরের প্রায় ১০ লক্ষ কর্মী ধর্মঘটে শামিল হয়েছিলেন।
যদিও ব্রিটেন সরকারের দাবি, ইতিমধ্যে কর্মীদের একাংশের বেতন ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তাতেও সমস্য়ার সুরাহা হয়নি। কারণ, আর্থিক সংকট বাড়ছে। বেড়েছে মুদ্রাস্ফীতি। ফলে এই বেতনে তাঁদের দিন গুজরান সম্ভব হচ্ছে না। আর তাই বেতন বৃদ্ধির দাবিতে পথে নামছে ব্রিটেনের প্রায় ৫ লক্ষ সরকারি কর্মী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.