Advertisement
Advertisement

Breaking News

Imran khan

রাতভর প্রিয় নেতাকে আগলে জনতা! ইমরানকে গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ, ভাইরাল ভিডিও

ইমরানের লাহোরের বাড়ির সামনে জমজমাট 'নাটক'।

Hundreds of PTI workers and supporters camp outside Imran Khan’s Lahore home to thwart arrest bid। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 18, 2023 10:25 am
  • Updated:February 18, 2023 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বারবার আদালতের সামনে তাঁকে হাজিরা দিতে বলা হলেও এখনও পর্যন্ত তিনি উপস্থিত হননি। তাঁর আইনজীবীরা ইমরানের শারীরিক পরিস্থিতির কথা বললেও বিচারপতিরা আর তাঁকে সময় দিতে চাইছেন না। এই অবস্থায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর লাহোরের বাড়ির সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু তাঁর গ্রেপ্তারিতে বাধা দিতে সেখানে হাজির হয়ে যান তাঁর দল তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। তৈরি করে ফেলেন ব্যারিকেড। সেই বাধা দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ঠিক কী অভিযোগে গ্রেপ্তার হতে পারেন ইমরান? পাকিস্তানের নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইমরানকে আগামী ৫ বছরের জন্য নির্বাচনে লড়তে না দেওয়ার বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ। তিনি ও তাঁর দলীয় কর্মীদের এই অভিযানের পর থেকেই তৈরি হয়েছে ইমরানের গ্রেপ্তারির সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: করাচিতে পুলিশের সদর দপ্তরে পাকিস্তানি তালিবানের হামলা! মৃত অন্তত ৪]

কিন্তু ইমরানের উপরে হওয়া হামলার পর থেকে বিশ্রামে রয়েছেন তিনি। তাঁর আইনজীবীদের দাবি, এখনও সম্পূর্ণ সুস্থ নন ইমরান। কিন্তু আদালত তাঁকে আর সময় দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে কার্যতই নাটকীয় পরিস্থিতি তৈরি হল লাহোরে ইমরানের বাড়ির সামনে।

রাতভর পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দল বেঁধে স্লোগান দিতে দেখা যাচ্ছে ভিডিওয়। কয়েক হাজার মানুষ ব্যারিকেড তৈরি করে কার্যত আগলে রাখলেন তাঁদের প্রিয় নেতাকে। ফলে পুলিশ দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেপ্তার করতে পারেনি ইমরানকে।

[আরও পড়ুন: দিল্লি হত্যাকাণ্ড: লিভ ইন সঙ্গীকে গোপনে বিয়ে সাহিলের, ‘খুনি’ স্বামীর কাছে ফিরতে নারাজ স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement